Breaking News

৫ বছরের কম বয়সী শি’শুদের মা’স্ক পড়ার প্রয়োজন নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করো’নাভাই’রাসে প্রতিদিনই আ’ক্রান্ত হচ্ছে লাখো মানুষ। তবে এর মধ্যেও পাঁচ বছর বা তার কম বয়সী শি’শুদের কোনো ধরনের মাস্ক পড়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফ।

করো’নাভাই’রাসে পাঁচ বছরের কম বয়সী শি’শুদের আ’ক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশ কম থাকায় এ পরাম’র্শ দিয়েছে জাতিসংঘের সংস্থা দু’টি। সোমবার (২৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ডব্লিইএইচও এবং ইউনিসেফ থেকে বলা হয়,

‘বড়দের তুলনায় কম বয়সী শি’শুদের করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বয়স ভেদে এটি পরিবর্তিত হতে পারে।’ বিবৃতিতে আরো বলা হয়, করো’নায় আ’ক্রান্ত ও তা ছড়ানোর সম্ভাবনা কম হওয়ায় পাঁচ বছর বা তার কম বয়সী শি’শুদের সাধারণ ক্ষেত্রে মাস্ক পরার দরকার নেই।

৬ থেকে ১১ বছর বয়সীদেরও আ’ক্রান্ত হওয়ার ঝুঁ’কি খুব বেশি না থাকায় সেটি বাধ্যতামূলক নয়। তবে ১২ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে বড়দের মতোই মাস্ক পরিধান করতে হবে এবং অন্যান্য নিয়ম কানুন মেনে চলতে হবে।

About Utsho

Check Also

যে ৫ কারণে বাংলাদেশে দ্রুত কমে যেতে পারে করো’না

বাংলাদেশে আশাবা’দী মানুষের সংখ্যা কম নয় এবং সংশয়বা’দীদের বি’রুদ্ধে আশাবা’দীরা সবসময় আশার আলো ছড়িয়ে থাকেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *