ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সঙ্গে তাঁর স্ত্রী’র আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে। যৌ’ন কেলেঙ্কারিসহ নানা কারণে বিতর্কিত এই কোটিপতি এবার তাঁর চেয়ে প্রায় ৫৩ বছরের ছোট প্রে’মিকার সাথে প্রে’মে জড়ালেন।
এর আগে তার প্রে’মিকা ছিলেন ৩৫ বছর বয়সী ফ্রান্সেসকা প্যাসক্যাল। কিন্তু তার সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রে’মিকার হাত ধরেছেন। এবারের প্রে’মিকার বয়স প্যাসক্যালের চেয়েও ৫ বছর কম।
বর্তমান প্রে’মিকার নাম মা’র্থা ফ্যাসসিনা। বয়স মাত্র ৩০ বছর। তিনি পেশায় একজন পার্লামেন্ট সদস্য বা এমপি। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এতে বলা হয়েছে,
তার সাবেক প্রে’মিকা প্যাসক্যালকে দেখা গেছে টপলেস হয়ে সূর্যস্নান করছেন। চুমু খাচ্ছেন তার নতুন প্রে’মিক পাওলা তুরসি (৫৫)। তিনি একজন পপ তারকা।
এরই মধ্যে নতুন প্রে’মিকা এমপি ফ্যাসসিনার সঙ্গে হাতব’ন্দি অবস্থায় ক্যামেরায় ধ’রা দিয়েছেন সিলভিও বেরলুসকোনি। হয়তো তিনি দেখাতে চেয়েছেন আরো কম বয়সী প্রে’মিকাকে বগলদাবা করতে পেরেছি।
এ সপ্তাহের শুরুর দিকে টেলিফটো লেন্সে সারদিনিয়ান ভিলায় হাতে হাত রেখে তাদেরকে এক সঙ্গে হাঁটতে দেখা গেছে। তারপর থেকেই ইতালির বিভিন্ন মিডিয়া এবং বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
সংবাদ শিরোনাম হচ্ছে। বলা হচ্ছে, বেরলুসকোনি চাইছিলেন এই ছবিগুলো প্রকাশিত হোক। এতে তার সাবেক প্রে’মিকার সঙ্গে বোঝাপড়াটা সহ’জ হবে।