Breaking News

২৩ বছরের তরুণীর কোম’র ১৩ ইঞ্চি!

কোম’র চিকন না হলে সব পোশাকই বেমানান, অনেক রূপবিশেষজ্ঞই এমনটা মনে করেন। তাই বেশিরভাগ তরুণীকেই কৃত্রিম উপায়ে কোম’র চিকন করতে আগ্রহী হতে দেখা যায়।

তবে, সম্প্রতি এমন এক তরুণীর খোঁজ পাওয়া গেছে যার কোম’র ‘কৃত্রিমভাবে’ অ’তিমাত্রায় চিকন! ওই তরুণীর নাম সু মো মো নায়িং। তার বয়স ২৩ বছর। মিয়ানমা’রের ইয়াঙ্গুনের এই তরুণীর কোম’রের আয়তন মাত্র ১৩ দশমিক ৭ ইঞ্চি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সু মো মোর কোম’র নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকের মতে এগুলোর তার এডিট করা ছবি। আবার অনেকেই বলছেন, কোম’রকে সরু বানাতে তিনি ‘রিব রিমুভাল’ জাতীয় সার্জারির দ্বারস্থ হয়েছেন।

ইনস্টাগ্রামে মানুষের এসব মন্তব্যকে নাকচ করে দেন সু মো মো। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা কোনো ছবিই এডিট করা নয়। এমনকি তিনি সার্জারি করেননি। বংশগতভাবেই তার কোম’রের আকৃতি এত চিকন!

সু মো মোর কোম’র এতটা চিকন হলেও, এই বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি রয়েছে যু’ক্তরাজ্যের নাগরিক এথেল গ্র্যাংগারের দখলে। তবে তিনি বিশেষ ধরনের বেল্ট পরে থাকেন। কৃত্রিমভাবে সবচেয়ে চিকম কোম’রের মালিক কিন্তু মিয়ানমা’রের এই তরুণী।

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *