Breaking News

১৬ বছর বয়সে সন্তানের মা হন মডেল পিয়া বিপাশা

শিগগিরই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন আ’লোচিত মডেল-অ’ভিনেত্রী পিয়া বিপাশা। ইউরোপ প্রবাসীর সঙ্গে বিয়ের পর সেখানেই তিনি স্থায়ী হচ্ছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে। এরই মধ্যে নিজের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সামনে আনলেন পিয়া।

মাত্র ১৬ বছর বয়সেই সন্তানের জন্ম দিয়েছিলেন বলে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে জানিয়েছেন তিনি। অকপটে সেই অনুষ্ঠানে নিজের জীবনের নানা ভুলত্রুটি স্বীকার করেন নিজের প্রথম বিয়ে নিয়ে বরাবর মুখ বন্ধ রাখা পিয়া বিপাশা।

নিজের প্রথম বিয়েকে ভুল সিদ্ধান্ত হিসেবে স্বীকার করে তিনি বলেন, ‘ছোট ছিলাম, বিয়ের বিষয়টা একটা ভুল সিদ্ধান্ত ছিলো। আঠারো বছরের আগে কারো বিয়ে করা উচিত না। অথচ যখন আমা’র বাচ্চা হয়, তখন আমা’র বয়স ছিলো মাত্র ষোল বছর!’

প্রথম ভালোবাসা থেকে পাওয়া নিজের ব্যক্তিগত তিক্ত অ’ভিজ্ঞতার প্রেক্ষিতে পিয়া বলেন, ‘প্রথম ভালোবাসাকে কখনোই সিরিয়াসলি নেয়া উচিত না।’ বিদেশি ছে’লেকে বিয়ের প্রসঙ্গে তার ভাষ্য, ‘বাংলাদেশে মনের মতো ছে’লে পাইনি। নসিবে বিদেশি ছে’লে ছিলো, তাই হয়তো!’

এ বিয়ের জন্য পরিবারের চাপ ছিলো বলেও জানান পিয়া। তিনি আর বলেন, ‘সবাই জানেন আমা’র একটি বাচ্চা রয়েছে। পরিবারেরও চাপ ছিলো যেন আমি দ্বিতীয়বার বিয়ে করে সংসার করি,

যেহেতু আমা’র বাচ্চা বড় হয়ে যাচ্ছে। আমা’র চিন্তা ছিলো, যাকেই আমি বিয়ে করি সে যেনো আমা’র বাচ্চাকে তার নিজের বাচ্চার মতো দেখে।’ ‘বাচ্চার মা’ হিসেবেও নিজের শোবিজ ক্যারিয়ারে নানা প্রতিবন্ধকতা পেরোতে হয়েছে পিয়াকে।

সেসব তিক্ত অ’ভিজ্ঞতা পেরিয়েই তিনি নিজের অবস্থান পাকা করেছেন। তা জানাতে গিয়ে পিয়া বলেন, ‘আমি যখন ২০১২ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় ছিলাম, তখন কিন্তু আমা’র মে’য়ে আছে বিষয়টি কেউ জানতো না।

যখন এই রিয়েলিটি শো শেষ হয়, এবং মডেলিংয়ে যোগ দেই তখন মে’য়ে আছে খবরটি প্রকাশ করি।’ এসব জানার পর সিনিয়র মডেলরা তাকে অবজ্ঞা করতো, ‘বাচ্চার মা’ বলে হাসাহাসি করতো বলেও জানান পিয়া।

‘এক বাচ্চার মা আসছে’ বা ‘বাচ্চার বাবার ঠিক নেই’-এরকম বাজে ইঙ্গিতের কথা বহুবার শুনতে হয়েছে পিয়াকে।তিনি বলেন, ‘কিন্তু তখন তো আমি নতুন ছিলাম। তবে শুরুর দিকে খুব ভালো ভালো কাজ করেছি, দুই তিন মাসের মধ্যে মানুষ আমাকে চিনতে পেরেছে।’

যে মানুষগুলো তাকে ঘৃ’ণা করতো, তাকে নিয়ে হাসাহাসি করতো সেই মানুষগুলোই এখন পিয়াকে অনেক সম্মান করে বলেও জানান এই মডেল-অ’ভিনেত্রী।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *