৪২ বছরের সুস্মিতা সেন আর ২৭ বছরের রোহমান শাল। দুজনের বিয়ে নিয়ে জো’র জল্পনা বলিউডে। মিস ইউনিভা’র্সের জীবনে এবার এসেছেন ২৭ বছর বয়সী মডেল রোহমান শাল।
শোনা যাচ্ছে, এবার এই প্রে’মিককে আর হাতছাড়া করতে চাচ্ছেন না নায়িকা। আগামি বছরেই তার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন সুস্মিতা সেন।
সুস্মিতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, রোহমান নাকি সুস্মিতাকে কয়েকদিন আগেই বিয়ের প্রস্তাব দিয়েছেন। খুব শিগগিরই জনসমক্ষে তাদের স’ম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চলেছেন তাঁরা।
সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে সুস্মিতাকে তার দুই মে’য়ে ও রোহমানের সঙ্গে দেখা গেছে। সুস্মিতার দুই মে’য়ের সঙ্গে রোহমানকে মজা করতেও দেখা যায়।
এই দুই প্রে’মিক যুগলকে সম্প্রতি একসঙ্গে দেখা গেছে বিমানবন্দরে। এছাড়া আগ্রার তাজমহলে একসঙ্গে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই একর পর এক ফটোসেশন করেছেন তাঁরা।