Breaking News

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সৌমিত্রর ফের করোনা পরীক্ষা করা হবে। কো-মর্বিডিটি এবং বয়সজনিত কারণে মাঝেমধ্যেই শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে। তবে তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন বলে বেলভিউ হাসপাতাল সূত্রে জানা গেছে।

আর এ কারণেই মঙ্গলবার রাতেই খুলে দেয়া হয় তার ভেন্টিলেশন। এমনকি তার ফুসফুসের সংক্রমণও কিছুটা কমেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এর আগে মঙ্গলবার দুপুরের পর তার অবস্থার কিছুটা অবনতি হতে শুরু করলে, বেলভিউ হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতি নেন হাসপাতালে যাওয়ারও।

কিন্তু সন্ধ্যার পর থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরিক অবস্থার উন্নতি হতে থাকলে, সেখানে না গিয়ে রাতে ফোনেই খোঁজখবর নেন তিনি। করোনা ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়ের বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে। তাই শুরু থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে বাড়তি সর্তকতা অবলম্বন করছেন চিকিৎসকরা।

About Utsho

Check Also

রণবীর-আলিয়ার বিয়ের তথ্য ফাঁ’স

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে কাপুর পরিবার! সম্প্রতি এমনই গুঞ্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *