পু’লিশকে নিজের কাজ করতে দিন! বৃহস্পতিবার সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল খোদ সুপ্রিম কোর্ট।
ভা’রতের শীর্ষ আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর তদন্ত পু’লিশই করবে, এখনই সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার কোনও প্রয়োজন নেই।
সুশান্তের মৃ’ত্যুতে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে পিআইএল জমা দেন আইনজীবী অলকা প্রিয়া। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে শুনানিতে জানান, ‘ পু’লিশকে তাদের কাজ করতে দিন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আপাতত কোনও প্রয়োজন নেই।’ প্রসঙ্গত, মুম্বই পুলিশের পাশাপাশি বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর তদন্ত করছে বিহার পুলি’শও।
সুশান্তের অনুরাগীরা বহুবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাবি রাখেন, অভিনেতার মৃ’ত্যুর তদন্ত মুম্বই পু’লিশের কাছ থেকে নিয়ে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হোক। সেই সুরেই কথা বলেন সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীও!
তিনি সোশ্যাল মিডিয়ায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে আবেদন জানান। এর আগে ১৭ই জুলাই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান, সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যু তদন্তে সিবিআই-এর প্রয়োজন নেই।
মুম্বই পু’লিশই যথেষ্ট। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনিল দেশমুখ জানান, ‘এই মা’মলার নিষ্পত্তির জন্য মুম্বই পু’লিশ যথেষ্ট যোগ্য। সিবিআই তদন্তের প্রয়োজন দেখছি না। মুম্বই পু’লিশ দক্ষ এবং তৎপর। সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর তদন্তভার সিবিআই-কে দেওয়ার কোনওরকম আবেদন গ্রহণ করা হচ্ছে না।’
বৃহস্পতিবারই সুশান্তের মৃ’ত্যু তদন্তে সিবিআই-এর হস্তক্ষেপ দাবি করেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এর আগে বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী, অভিনেতা রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমন-সহ বহু বিশিষ্টজন লাগাতার দাবি করেন সুশান্তের মৃ’ত্যুর তদন্ত মুম্বই পু’লিশের কাছ থেকে নিয়ে সিবিআই-কে দেওয়া হোক।