Breaking News

সুশান্তের ফরেন্সিক টেস্টের ভিডিও ফাঁ’স, থমকে গেলো নেট দুনিয়া!

সুশান্ত সিং রাজপুতের আত্মহ’ত্যা মা’মলায় একের পর এক র’হস্যের উন্মোচন যেন হয়েই চলেছে। গতকালই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বি’রুদ্ধে মা’রাত্মক অ’ভিযোগ এনে মা’মলা দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং।

এরপর আজ (২৯ জুলাই) ফাঁ’স হয়ে গেল সুশান্তের ফরেন্সিক টেস্টের একটি ভিডিও ফুটেজ। আর সেই ভিডিওতে দুই ব্যক্তির চাঞ্চল্যকর কথোপকথন এখন ভাই’রাল সোশ্যাল মিডিয়ায়।

আগে থেকেই সেই ভিডিওতে বলা হচ্ছে ভিডিও লিক হয়ে যাওয়ার কথা। যারা ভিডিও করছেন তা হলে কি তারা জানতেন ভিডিও ফাঁ’স হবেই? কেনই বা এই ধরনের কথা বলছিলেন তাঁরা? শুনে নিন ওই ভিডিওতে ঠিক কী’ বলা হয়েছে-

ভিডিওতে দুই ব্যক্তিকে পরস্পরকে বলেন, ‘এই ভিডিও ফুটেজ ফাঁ’স হলে তা ভাল হবে না। আমাদের ত’দন্ত একেবারে ছারখার হয়ে যাবে।’ এই ভিডিও প্রকাশ্যে আসার পর আবারও নানান প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে দেশবাসীর মনে।

তা হলে কি কোনও তথ্য চাপা দেওয়ার চেষ্টা হয়েছে? সুশান্তের মৃ’ত্যুর পিছনে থাকা এই র’হস্যের উন্মোচন কি আদৌ হবে? নাকি সবটাই ধীরে ধীরে তলিয়ে যাবে বিস্মৃ’তির আড়ালে।
সূত্র-নিউজ১৮

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *