অন্য দিকে সুশান্ত সিংহ রাজপুতের মৃ’ত্যু-মা’মলায় বিহার পু’লিশের থেকে এফআইআরের কপি চেয়েছে ইডি।
তাতেই প্রশ্ন, সুশান্তের মৃ’ত্যু-ত’দন্তে কি এ বার ইডি’র এন্ট্রি? আত্মহ’ত্যায় প্র’রোচনা দেওয়া ছাড়াও সুশান্তের বান্ধবী রিয়ার বি’রুদ্ধে একাধিক অ’ভিযোগ করেন প্রয়াত অ’ভিনেতার বাবা। সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা লোপাটেরও অ’ভিযোগ ।
এই টাকা লোপাটের অ’ভিযোগ খতিয়ে দেখতেই কি ত’দন্ত করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? বিহার পু’লিশের একটি সূত্র জানাচ্ছেন, সেই সম্ভাবনা প্রবল। কেননা আর্থিক লেনদেন সংক্রান্ত আরও কয়েকটি অ’ভিযোগ উঠেছে।
সুশান্তের দুটি সংস্থায় ডিরেক্টর ছিলেন রিয়া ও তাঁর ভাই। সংস্থার কাজে সুশান্ত টাকা দিলেও কাজ হয়নি। পরিবেশ বান্ধব প্রকল্পেও টাকা ঢালেন সুশান্ত ৷ সেই টাকার কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। সব প্রশ্নের উত্তর দিতে পারবেন রিয়া। কিন্তু তিনি এখনও বিহার পু’লিশের সামনে আসেননি ।