সুন্দরবনের পাটকোষ্টা টহল ফাঁড়ির অধিনস্থ চেরাগখালী এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৯ জেলেকে আটক করেছে বন বিভাগ।
জানা গেছে, গত বুধবার বিকাল ৪ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ এর নির্দেশে নলিয়ান স্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে চেরাগখালী খাল এলাকা থেকে কাঁকড়া ধরার সরঞ্জাম নৌকা সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন পাইকগাছা উপজেলার জহির উদ্দিন (৬৫) আনিছুর সরদার (৪৫) আব্দুল্যাহ গাজী (৩৬) রফিকুল (৩৫) কবির সরদার (৩৬) কায়ছেদ গাজী (৪৬), দাকোপ উপজেলার সিরাজুল (২৬) বায়োজিদ (৩২) ও রিপন শেখ (২৬)। অভিযানকালে উপস্থিত ছিলেন পাটকোষ্টা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ ইফতেখার রাজীব,স্টাফ মিজানুর রহমান, অসিম কুমার, সেলিম হোসেন, রুহুল আমিন, জাকির হোসেন প্রমুখ।
এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কয়রা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে প্রেরন করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও মোঃ বশিরুল আল মামুন বলেন, সুন্দরবনের বনজ সম্পদ পাচার রোধে বিশেষ টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।