সিনেমায় চুম্বনদৃশ্য মানেই দর্শকদের মধ্যে উত্তেজনা।
আবেগের পারদ চূড়ান্ত মাত্রায়। কিন্তু,
আমরা কেউ জানি কি এই ঘনিষ্ঠ দৃশ্য শ্যুটের ধরণ?
চুম্বনদৃশ্য মানেই সিনেমাপ্রেমীদের অদ্ভুত আবেগ।
অনেকে তো আবার একটা সিনেমায় কতগুলি চুম্বন দৃশ্য আছে তা গুনে নেন।
সামনেই মুক্তি পাচ্ছে রণবীর সিংহের একটি ছবি, সেখানে তিনি এবং
তাঁর নায়িকা এত চুম্বনদৃশ্য শ্যুট করেছেন যে, তার নজির বলিউডে বিরল।
কিছুদিন হল ইন্টারনেটে এক ভিডিও প্রকাশিত হয়।
সেখানেই ফাঁস হয়ে গিয়েছে নায়ক-নায়িকাদের চুম্বনদৃশ্য শ্যুটের রহস্য