Breaking News

সিনেমার মতই ভিডিও কলে অন্তঃসত্ত্বার প্রসব করালেন ডাক্তার

ভিডিও কলে অন্তঃসত্ত্বার প্রসব করানো দৃশ্য সিনেমায় দেখা গিয়েছিলো। এবার বাস্তবেই এমন ঘটনা ঘটলো। জুলাইয়ের শেষের দিকে ভা’রতের কর্নাট’কের কিট্টুর চেন্নাম্মা স্ট্রিটের বাসবী পাথেপুরের সন্তানের জন্ম হওয়ার কথা ছিল।

রোববার দুপুর আড়াইটার দিকে আচ’মকা তার প্রসববেদনা শুরু হয়। লকডাউনের কারণে অ্যাম্বুল্যান্স ডা’কার চেষ্টা করেও কোনও লাভ হয়নি। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, এক নার্স কোভিডে আ’ক্রান্ত হওয়ায় হানাগাল তালুক হাসপাতাল সিল করে দেওয়া হয়েছে। ফলে অ্যাম্বুল্যান্স জোগাড় করা যায়নি।

কিন্তু এই সময় মানবিকতার নজির গড়লেন প্রতিবেশীরা। তার চিত্‍‌কার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেন প্রতিবেশীরা। যে প্রতিবেশীরা সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে একজন হানাগালের বাসিন্দা জ্যোতি মাডি। বেঙ্গালুরুতে কর্ম’রত জ্যোতি তার প্রতিবেশী ডা. প্রিয়াঙ্কা মানতাগিকে ফোন করেন।

প্রিয়াঙ্কা হুব্বালির কেএমসি-তে এমডি করছেন। প্রিয়াঙ্কা সব শুনে ভিডিও কলে নির্দেশ দিতে শুরু করেন। সঙ্গে বাসবীকেও সাহস জোগাতে থাকেন। ভিডিও কলে ডাক্তারের নির্দেশ মেনে কাজ করতে শুরু করেন তারা। অবশেষে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন বাসবী।

জ্যোতির বলেন, ডা. প্রিয়াঙ্কা সাহায্য করায় আম’রা দুটো জীবন বাঁ’চাতে পেরেছি। এর আগে আমাদের কারও প্রসব করানোর অ’ভিজ্ঞতা ছিল না। তবে ডাক্তারের সাহস জোগানোর জন্যই আম’রা এটা করতে পেরেছি।

এর আগে বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’ এ এমন দৃশ্য দেখা গিয়েছিলো। কী’ভাবে প্রসব করাতে হবে ভিডিও কলে তার নির্দেশ দিচ্ছেন চিকিৎসক। আর পরিবারের সকলে মিলে অন্তঃসত্ত্বাকে প্রসব করাতে সাহায্য করছেন। রূপালি পর্দায় প্রবল বৃষ্টির জন্য হাসপাতা’লে পৌঁছাতে পারেননি অন্তঃসত্ত্বা। আর এখানে করোনার কারণে মিললো না অ্যাম্বুল্যান্স।

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *