সানি লিওন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছুই নেই। কেননা নিজের পরিশ্রমের কারণে বলিউডের জায়গা শক্ত করে নিয়েছেন তিনি। এছাড়া পেয়েচেন দর্শকপ্রিয়তা।
তবে করোনার সময় প্রথমে ভারতে থাকলেও নিজের পরিবারের কথা চিন্তা করে পাড়ি দেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেখা যাচ্ছে সানিকে।
মাঝেমধ্যেই স্বামী ড্যানিয়েলের সঙ্গে খুনসুটি করে সময় পার করতে দেখা যায় তাকে। সেসবের ছবি ও ভিডিও পোস্ট করে তিনি থাকছেন নিয়মিতই আলোচনায়।
নতুন এক ভিডিওতে এবার দেখা গেল বেশ কঠিন কসরতের ব্যায়াম করছেন সানি লিওন। অনেকে ভিডিওটির নিচে জানতেও চেয়েছেন হঠাৎ এত পরিশ্রমের কারণ কী? তবে সেই প্রশ্নের কোনো উত্তর আসেনি সানির কাছ থেকে।
এমনকি ভারতে কবে ফিরবেন তাও জানাননি এই বিতর্কিত অভিনেত্রী। ধারণা করা হচ্ছে নতুন ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে বেকার সময়টা কাজে লাগাচ্ছেন তিনি।
লকডাউন কিছুটা স্থিতিশীল হয়ে বলিউড যখন কাজে ফেরার মনোনিবেশ করছে ঠিক তখন সানির এরকম প্রস্তুতি দেখে নেটিজেনরা মনে করছেন নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। হয়তো সেখানে চরিত্রটিতে দেখা যাবে কোনো চমক। যার জন্যই এত খাটছেন সানি।