Breaking News

সালমান খানদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক, দাবি পরিচালকের

সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুকে কেন্দ্র করে ভা’রতে সালমান খান পরিবারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। এবার সেই তালিকায় যু’ক্ত হলেন ‘দাবাং’ ছবির পরিচালক অ’ভিনব কাশ্যপ। তিনি মনে করেন, সালমান খানদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া উচিত।

তিনি অ’ভিযোগ করেন, ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার জন্য সালমান খানের দিকে অ’ভিযোগের আঙুল তোলায় তাকে নি’র্মমভাবে ট্রোল করা হচ্ছে। তার দাবি, মনে হচ্ছে, বাংলাদেশ ও পা’কিস্তানে থাকা সালমানের ট্রোল আর্মি নেমে পড়েছে এ কাজে।

অ’ভিনব ফেসবুকে পোস্ট করেছেন, সত্যি কথা বলায় সালমানের হয়ে ট্রোলরা নোংরা ভাষায় গালাগালি করছে তাকে। এতেই বোঝা যাচ্ছে, কী’’ ধরনের লোকরা খানদের পছন্দ করে।

সরকারের উচিত, খানেদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের পা’কিস্তান, বাংলাদেশে চালান করে দেয়া। তাদের পূর্বপুরুষদের বোধহয় দেশভাগের সময় পা’কিস্তান যাওয়ার মত যথেষ্ট টাকা ছিল না। তিনি হ্যাশট্যাগ দিয়েছেন, #বয়কটসালমানখান #মিটু #ত’দন্ত #আত্মসমীক্ষা।

আর একটি পোস্টে দাবাং পরিচালকের অ’ভিযোগ, তার ইমেল আইডি হ্যাক করার চেষ্টা চলছে। তার প্রশ্ন, খানেরা এত ঘাবড়ে গিয়েছে কেন? কী’’ লুকোচ্ছে ওরা? কেন এভাবে আমা’র মুখ বন্ধের চেষ্টা করছে?

সালমান কিছু না বললেও তার বাবা সেলিম খান জবাবে বলেছেন, হ্যাঁ, আম’রাই তো সব শেষ করে দিয়েছি। আগে অ’ভিনবের সিনেমা দেখু’ন, তারপর কথা বলব। নিজের বিবৃতিতে ও আমা’র নাম করেছে, বোধহয় ও আমা’র বাবার নাম জানে না। তার নাম ছিল রশিদ খান। আমা’র পূর্বপুরুষের নামও ওর বলা উচিত। ওর যা ইচ্ছে বলুক, আমি তার পিছনে সময় নষ্ট করব না।

অনুরাগ কাশ্যপের ভাইয়ের অ’ভিযোগ, আরবাজ খানের জন্য ‘দাবাং ২’ ছবি থেকে সরে আসতে হয় তাকে। খান পরিবার চেষ্টা করছিল তার ক্যারিয়ার শেষ করে দিতে। শ্রী অষ্টবিনায়ক ফিল্মস তাকে দিয়ে পরিচালনা করানোর জন্য একটি ছবি সই করায়।

কিন্তু আরবাজ তাদের প্রধান রাজ মেহতাকে নিজে ফোন করে হু’মকি দেন, ছবিটি তাকে দিলে ফল খুব খা’রাপ হবে। তাকে চুক্তির টাকা ফেরত দিতে হয়, তিনি যান ভায়াকম ফিল্মসে। সেখানেও ঘটে এক ঘটনা।

তার কথায়, আমা’র শত্রুরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ধূর্ত। তারা সব সময় পিছন থেকে আক্রমণ করে লুকিয়ে পড়ে। কিন্তু ১০ বছর এভাবে কা’টার পর আমি এখন বুঝতে পেরেছি, আমা’র শত্রু কারা। তারা হল সেলিম খান, সালমান খান, আরবাজ খান ও সোহেল খান।

আরো অনেক ছোটখাট লোক আছে কিন্তু সালমান খানের পরিবার হল এই বিষাক্ত সরীসৃপের মা’থা। তারা তাদের অন্যায়ভাবে রোজগার করা অর্থ, রাজনৈতিক যোগাযোগ আর আন্ডারওয়ার্ল্ডের সাথে ওঠাবসা কাজে লাগিয়ে সবাইকে ভ’য় দেখায়। অ’ভিনব লিখেছেন।

সূত্র : কইমই ডট কম

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *