বলিউডের সুপারস্টার সালমান খান। দীর্ঘ ২৪ বছরের বেশি সময় ধ’রে রূপালি পর্দা কাঁপাচ্ছেন তিনি। গত দশকে ৯ টি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে তার ভক্তদের।
মজার ব্যপার গত দশকে সালমানের কোনো ছবি ফ্লপ খায়নি! একের পর এক ব্লকবাস্টার সিনেমায় তার হাত ধ’রে সিনেপর্দায় উঠে আ’সছেন বহু অ’ভিনেত্রী। নব্বইয়ের দশকের সেই ভাগ্যশ্রী থেকে শুরু করে, ঐশ্বরিয়া রায়, সোনাক্ষী সিনহা, ক্যাটরিনা কাইফ অ’ভিনয় জগতে পা রেখেছেন সালমানের বিপরীতে অ’ভিনয় করেই।
কিন্তু আজ অবধি বলিউডের এ সময়ের অন্যতম সেরা অ’ভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স’ঙ্গে জুটি বাঁধেননি সালমান। ক্যারিয়ারের অনেকটা সময় পার করে এলেও এখন পর্যন্ত একটি ছবিতেও একস’ঙ্গে দেখা যায়নি তাদের।
যে কারণে শাহরুখ খানের স’ঙ্গে জুটি বাঁধলেও সালমান খানের স’ঙ্গে কেন নয়- এ প্রশ্নের মু’খোমুখি হতে হচ্ছে দীপিকাকে। এর আগে কয়েকবার সিনেমহলে গুঞ্জন ওঠে , শিগগিরই জুটি বাঁধতে যাচ্ছেন সালমান ও দীপিকা। কিন্তু ভক্তদের হ’তাশ করে দেখা যায় রণবীর কাপুর, রণবীর সিং বা শাহরুখের বিপরীতে দীপিকা অ’ভিনয় করছেন।
আর সালমান আছেন ক্যাটরিনাকে নিয়েই। গেল বছর বলিউড সিনেমাভিত্তিক সংবাদমাধ্যম জা’নিয়েছিল, সালামান খানের বিপরীতে অ’ভিনয় ক’রতে ৫ বার প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল দীপিকার কাছে। কিন্তু সব প্রস্তাবই ফিরিয়ে দেন দীপিকা।
তবে কি সালমানের স’ঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন দীপিকা? এমন সব প্রশ্নের আ’গুনে ছাই চা’পা দিতে এবার মুখ খু’ললেন দীপিকা নিজেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘হ্যা, সালমানের বিপরীতে কাজ করা হয়নি আমা’র।
সেই অ’ভিজ্ঞতা আর সব অ’ভিনেত্রীদের থাকলেও আমা’র এখনও হয়নি। আর এর কারণ, আম’রা দুজনের একস’ঙ্গে কাজ করার মতো ভালো চিত্রনাট্য পাইনি। পরিচালকরা সে রকম কোনো প্রস্তাবও নিয়ে আসেননি।’
দীপিকা বলেন, ‘সালমানের ছবি মানেই বিগ বাজেটের ও ব্যবসা’সফল। তার স’ঙ্গে কাজ করা সৌভাগ্যের। তবে এখনো এমন প্রস্তাব নিয়ে অ’ন্তত আমা’র কাছে কেউ আসেননি। আশা করছি কোনো চিত্রনাট্যকার বা পরিচালক এ বিষয়ে ভাববেন। আমাদের স’ঙ্গে মানানসই ও চ’মৎকার স্ক্রিপ্ট নিয়ে হাজির হবেন।’