Breaking News

সানি লিওনের কাছে বলিউডের সবচেয়ে ‘হটেস্ট নায়ক’ যিনি

বহু অনুরাগীর কাছে সানি লিওন বি-টাউনের ‘হটেস্ট নায়িকা।’ কিন্তু তাঁর মতে বলিউডের ‘হটেস্ট নায়ক’ কে জানেন? অনুমান করুন তো।

সানির কাছে জানতে চাওয়া হলে দু’জনকে বেছে নেন তিনি। প্রথমেই স্বতঃস্ফূর্ত ভাবে রণবীর সিংহের নাম বলেন নায়িকা।

তাঁর মতে, রণবীর এই মুহূর্তে বলিউডের হেভিওয়েট পার্সোনালিটি। আর মানুষ হিসেবেই তিনি নাকি বেশ ভাল।

তারপর কার নাম বললেন জানেন? শুনলে অবাক হবেন। ম সানির মতে ইন্ডাস্ট্রির দ্বিতীয় ‘হট’ পুরুষ হলেন আমির খান।

তাঁর কথায়, ‘‘আমির খানকে দেখতে তো খুব সুন্দর। তাই আলাদা আকর্ষণ রয়েছে।’’

নিন্দুকেরা যদিও বলছেন, সম্প্রতি মিডিয়ায় এক বিতর্কিত সাক্ষাত্কারের পর সানির পাশে দাঁড়িয়েছেন আমির।

সানি ও তাঁর স্বামী ড্যানিয়েলকে নিয়ে লাঞ্চও করেছেন।তাই বি-টাউনে পায়ের তলায় মাটি আরও শক্ত করতেই আমির খানের লবিতে ঢুকতে চাইছেন সানি।

সে কারণেই রণবীরের পরে হলেও আমিরকে বেছে নিয়েছেন।

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published.