Breaking News

সব ঠিক থাকলে আগামী বছর বিয়ে করবো: ফারিয়া

আগামী বছর বিয়ে করতে যাচ্ছেন ফারিয়া শাহরিন। অন্তত এমনই প্রস্তুতি ফারিয়া শাহরিনের। সম্প্রতি ফেসবুক লাইভে এসে এমন কথা বলেন ফারিয়া শাহরিন।

এ বিষয়ে জানতে ফারিয়া শাহরিনের সাথে যোগযোগ করা হলে নিজের বিয়ের পরিকল্পনার কথা নিশ্চিত করেন। একটি জাতীয় দৈনিককে তিনি বলেন, ‘২০২০ সাল অ’ভিশপ্ত বছর। এ বছরটা কেন জানি অ’ভিশপ্ত।

এই বছরেই যত অশুভ সংবাদ পাচ্ছি। এ বছরটা শেষ হলে ইনশাল্লাহ আগামী বছর বিয়ে করার ইচ্ছা আছে। এখনো কোনোকিছুই ঠিক হয়নি। প্রাথমিকভাবে পরিকল্পনা করেছি আর কি।’ পাত্র কি চূড়ান্ত? এ

মন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, এখন এসব কিছুই বলা যাবে না। চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত না পৌঁছা পর্যন্ত কোনোকিছুই চূড়ান্ত নয়। চূড়ান্ত হলে জানাবো। ফারিয়া শাহরিন মালয়েশিয়া থেকে উচ্চতর পড়াশোনা শেষ করে কিছুদিন আগেই স্থায়ীভাবে দেশে ফিরেছেন।

ফিরেই কাশ্মিরী প্রে’মিকা নামের একটি নাট’কে কাজ করে বেশ আ’লোচিত হন। এরপর পুরোদমে মিডিয়ায় কাজ করছেন। দেশে করো’না সংক্রমণ শুরু হওয়ার পর ঘরবন্দী ছিলেন। সম্প্রতি ফের শুটিংয়ে।

সম্প্রতি ওস্তাদ আলি চাঁদ বকসি নামের একটি নাট’কের কাজ শেষ করলেন। হিমু আকরামের পরিচালনায় এই নাট’কে ফারিয়ার বিপরীতে অ’ভিনয় করেছেন মীর সাব্বির। এই নাট’কে মীর সাব্বির ট্রাক ড্রাইভা’র, আর ফারিয়া ভিভিআইপির কন্যা।

এছাড়াও জাহিদ হাসানের বিপরীতে আরো একটি নাট’কে শুটিং করতে যাচ্ছেন। গত ঈদে জাহিদ হাসানের বিপরীতে ‘ছাপ্পড় ফাই’রা দিছে’ নাট’কে অ’ভিনয় করেন। ফারিয়ার ভাগ্য সুপ্রসন্ন বলতেই হবে কেননা টি আরপি রেটিং-এ নাট’কটি শীর্ষে ছিল।
সূত্র: কালের কণ্ঠ

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *