Breaking News

সবার সঙ্গেই বিছানায় যেতে চান এই অভিনেত্রী

শোবিজ তারকাদের স’ম্পর্কে বিরুপ ধারণাকে এক প্রকার উস্কে দিলেন হলিউডের অ’ভিনেত্রী কিসা বেকলে।

এর আগে আবেদনময়ী ও খোলামেলা ফটোশুটের জন্য বহুবার আ’লোচিত হয়েছেন তিনি। সম্প্রতি একটি টিভিতে দেয়া সাক্ষাৎকারের মন্তব্য নিয়ে ইন্টারনেট দুনিয়ায় চলছে তোলপাড়।

সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কারো সাথেই বিছানায় যেতে তার আ’পত্তি নেই। তবে সেই পুরুষটিকে অবশ্যই ধনী হতে হবে।’

টিভি শোর উপস্থাপক জিওনফেলিস্কের সঙ্গে কথা বলার সময় একটি আনকাট শোতে কিসা বলেন, ‘এমন কোনো পুরুষের সংস্প’র্শেই তিনি আসতে চান যিনি তার স্ট্যাটাসের সঙ্গে মানানসই হবেন। অনেক পয়সাওয়ালা হবেন। তাকে খুশি করতে পারবেন যা ইচ্ছে তা দিয়ে।’

এদিকে ডান্সহল কিং সাট্টা ওয়েলের সঙ্গে তার প্রে’মের গুঞ্জন শোনা গেলেও সে জানায় তার কারো সঙ্গেই একাধিক স’ম্পর্ক নেই বা ছিলো না। এ প্রে’ম নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেন।

কিসা জানান, ‘ডান্সহল আমা’র প্রে’মিক নয়। একজন ভালো বন্ধু। তবে তিনি আমা’র ‘বেডরুম’ খুব ভালো চেনেন!’ ঘানায় জন্মগ্রহণ করা আফ্রিকান বংশোদ্ভুত কিসা বর্তমানে পার্শ্বচরিত্র হিসেবে কাজ করেছেন হলিউডের বেশ কয়েকটি ছবিতে।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *