স্বামী-স্ত্রীর শারীরিক মি’লন ধর্মীয়ভাবে বৈধ। রাষ্ট্রীয় বা সামাজিকভাবেও তাদের দাম্পত্য জীবনের বৈধতা দেওয়া হয়। তবে তা প্রতিদিনই সুখক’র নয়।
কিন্তু অনেকেই নিজের অজা’ন্তে বিপ’দ ডেকে আনেন। ভারতীয় শা’স্ত্রমতে, গর্ভধারণ বা শারীরিক সম্প’র্কের জন্য সপ্তাহের সব দিন সঠিক নয়। সূত্র জানায়, সপ্তাহে বিশেষ তিনদিন শারী’রিক সম্প’র্ক হলে জীবনে চরম বি’পদ ঘনিয়ে আসতে পারে।
তাই সপ্তাহের এই তিনদিন ভুলেও শারী’রিক সম্প’র্ক করবেন না। এখন অবশ্য আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেনই বা এরকম নিয়ম মানতে হবে?
তাই আসুন জেনে নিন বিস্তারিত-
শনিবার : সপ্তাহের প্রথম দিন শনিবার। এ দিন শারীরিক সম্প’র্কে সন্তানের ওপর শনি দেবের কু’প্রকো’প পড়ে। সন্তানের ভেতরে নেতিবাচক চিন্তা-ভাবনা দেখা দিতে পারে। এছাড়া জীবনে নানা দুর্ঘট’নার সম্মুখীন হওয়ারও সম্ভাবনা থাকে।
রোববার : সপ্তাহের দ্বিতীয় দিন রোববার। কোন কিছুর সূচনার জন্য রোববারকে ‘অ’শুভ দিন’ বলে মানা হয়। এদিন শারীরিক সম্প’র্কে সন্তানের ওপর রবির অ’শুভ প্রভাব পড়ে। শিশু অতিরি’ক্ত রা’গি হয়ে উঠতে পারে। এছাড়া হৃদরো’গ সংক্রা’ন্ত কোনো অসুখে ভো’গার আশ’ঙ্কাও রয়েছে।
মঙ্গলবার : সপ্তাহের চতুর্থ দিন মঙ্গলবার। এদিন শারীরিক সম্প’র্কে মঙ্গলের উপর কু’প্রভাব পড়ে। যার ফলে ভবিষ্যতে সন্তানের প্রতি নি’ষ্ঠুর নিয়তি দেখা দিতে পারে। সন্তান অ’সামাজিক কাজে যু’ক্ত হয়ে পড়ার আশ’ঙ্কাও থেকে যায়।