দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যেগুলোর নাম শ্রুতিমধুর নয় সেগুলোর নাম পরিবর্তনের করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
এই প্রেক্ষিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) নাম পরিবর্তনের বি’জ্ঞপ্তি জারি করেছে অধিদফতর। প্রাথমিক শিক্ষা অধিদফতরের পলিসি ও অ’পারেশন পরিচালক খালিদ আহম্মেদ স্বাক্ষরিত
বি’জ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে এমন কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম আছে যা শ্রুতিমধুর নয় এবং ভাষা ও সংস্কৃতির সাথে সুশোভন নয়। যা নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হচ্ছে।
এরূপ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দেশের ভাষা ও সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে শোভনীয় নামকরণের প্রস্তাব যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আগামী ৩০ আগস্ট, ২০২০ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বি’জ্ঞপ্তিতে নাম পরিবর্তনের উদাহ’রণ স্বরূপ উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে নীলফামা’রী জে’লাধীন সদর উপজে’লার ‘মানুষমা’রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে ‘মানুষ গড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করা হয়েছে।