শ্বশুরবাড়ি থেকে গরু চু’রি করে পার্শ্ববর্তী উপজে’লার একটি হাটে বিক্রি করার সময় হাতেনাতে ধ’রা পড়েছেন জামাই।
বুধবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারের বড়লেখা উপজে’লার বর্ণি ইউনিয়নের ফকিরবাজার হাটে এ ঘটনা ঘটে। পরে চো’রাই গরুসহ ওই যুবককে বিয়ানীবাজার পু’লিশে দেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের নন্দিরফল এলাকার মোজেম্মেল আলীর ছে’লে সোহেল। মঙ্গলবার দিবাগত রাতে বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের পাতন উছপাড়া গ্রাম থেকে চাচা শ্বশুরের একটি গরু চু’রি করে নিয়ে যান সোহেল।
পরদিন বিকেলে চু’রি করা গরুটি বিক্রি করতে পার্শ্ববর্তী বড়লেখা উপজে’লার ফকিরবাজার কোরবানির পশুর হাটে নিয়ে যান তিনি। হাটে গরুটির দাম তুলনামূলক কম চাওয়া এবং তাড়াতাড়ি বিক্রির প্রবণতা দেখে স’ন্দেহ হয় স্থানীয়দের।
তারা তাকে আ’ট’ক করে বর্ণি ইউনিয়ন পরিষদে রাখেন। পরে খবর পেয়ে গরুসহ সোহেলকে আ’ট’ক করে পু’লিশ। আ’ট’কের পর তাকে বিয়ানীবাজার থা’নায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বিয়ানীবাজার থা’নার ওসি অবনী শংকর কর জানান, চো’রাই গরুসহ একজনকে আ’ট’ক করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাতে গরুর মালিক বিয়ানীবাজার থা’নায় একটি মা’মলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সোহেলকে আ’দালতে পাঠানো হবে।