Breaking News

শুভ জন্মদিন পূর্ণিমা

আজ বাংলাদেশি অভিনেত্রি পূর্ণিমার জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তার পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাক নাম রিতা।

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে পূর্ণিমার চলচ্চিত্রে আগমন। তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। ২০০৩ সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’। নায়ক রিয়াজের বিপরীতেই ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন।

কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ছবির জন্য পূর্ণিমা সেরা অভিনেত্রী হিসেবে
২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এ ছাড়া পেয়েছেন মেরিল তারকা জরিপসহ বেশ কিছু স্বীকৃতি।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো,হৃদয়ের কথা (২০০৬), ধোকা (২০০৭), শিকারী (২০০১), স্বামী স্ত্রীর যুদ্ধ (২০০২), মেঘের পরে মেঘ (২০০৪), টাকা (২০০৫), শাস্তি (২০০৫), মনের সাথে যুদ্ধ (২০০৭), আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮), পরাণ যায় জ্বলিয়া রে (২০১০), মায়ের জন্য পাগল (২০১১)।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *