শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মক’র্তা মো. আবুল খায়ের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩০ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বি’জ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে মিটিং করে এ সিদ্ধান্ত জানান। উল্লেখ্য, গত ১৭ মা’র্চ থেকে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ৬ দফায় ছুটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত তা বলবৎ ছিল। এখন তা ৩ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হলো।
আজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যা কিছু করছি সব তোমাদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন করোনাকাল চলছে। তোম’রা স্কুল করতে পারছ না। তারপরও বই আছে। তোম’রা ভালো করে পড়াশোনা করো।
পরীক্ষা তো হবে না, হয়তো প্রমোশন দিতে হবে। আম’রা দেখছি কী’ করা যায়।’ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীতে বিদ্যুতের উপকারভোগী এক ছা’ত্রীর বক্তব্য শোনার পর এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
চলতি বছর পঞ্চ’ম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা নেয়া হবে না। ক্লাস মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে সম্মতি দেন।
অন্যদিকে করো’না পরিস্থিতির মধ্যে এ বছর অষ্টম শ্রেণির পরীক্ষাগুলো (জেএসসি-জেডিসি) নেয়া হবে কি হবে না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে, সিদ্ধান্ত হয়নি এইচএসসি পরীক্ষার বিষয়েও।
আজ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনার কারণে ছে’লেমে’য়েরা আজ স্কুলে যেতে পারছে না। এর ফলে ছে’লেমে’য়েরা লেখাপড়া করতে পারছে না। (এখন) অনলাইনে শিক্ষা দেয়া হচ্ছে টেলিভিশনে। তোমা’রা সেখানে মনোযোগ দেবে। করো’নাকালে প্রচুর সময় পাচ্ছ। তোমাদের পড়ার সুযোগ হয়েছে। এটা শুধু আমাদের দেশে নয়, সারা’বিশ্বেই এ অবস্থা।’