Breaking News

শাড়ি পরে বিদ্যা বালানকে, বলিউডের কেউ টেক্কা দিতে পারবেন না

আমরা একবাক্যে বলতে পারি বিদ্যাকে শাড়িতে দুর্ধর্ষ সুন্দর মানায় এবং তিনি শাড়িটা সত্যিই দারুণ সুন্দর সামলাতে পারেন । আরও সুন্দর সুন্দর হ্যান্ডলুম শাড়ি পরতে থাকুন বিদ্যা । এছাড়াও আর একটা বিষয়ের জন্য বিদ্যা বালনের জন্য আমাদের মনে আলাদাই জায়গা রয়েছে- তা হল, বলিউডে বিদ্যা বালান ছাড়া শাড়িতে আর কেউ এত সুন্দর নজর কাড়তে পারে না।

আর, যেকোনও শাড়ি নয়, বিদ্যা বালনের প্রতিটা শাড়িতেই যেন তাঁরই ব্যক্তিত্বের আত্মপ্রকাশ ঘটে । তিনি পুরোপুরি ভারতীয় হ্যান্ডলুম শাড়ি পরতে পছন্দ করেন এবং তিনি যা কিছুই পরেন সবই যেন আমাদের মুগ্ধ করে । বর্তমানে বিভিন্ন প্রিন্টেড,

আধুনিক এবং অন্যরকম ডিজাইনের শাড়ির মাঝে বিদ্যা বালন আমাদের ভারতীয় পদ্ধতি অবলম্বনে তৈরি বিভিন্ন ক্লাসিক শাড়ির মহিমা প্রদর্শন করেন, যা কোনওদিন পুরনো হবে না । এই বছর আইআইএফএ-তে তুমহারি সুলু সিনেমা ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’

জেতায় বিদ্যা বালন নিঃসন্দেহে রোমাঞ্চিত বোধ করেছেন । সাতটা মনোনয়ন প্রাপ্ত এই সিনেমা নিয়ে আমাদের অত্যন্ত উচ্চাশা জন্ম নিয়েছিল, যার অন্যতম প্রধান কারণ এই সিনেমার জন্য ‘সেরা অভিনেত্রী’ বিভাগে মনোনীত হয়েছিলেন স্বয়ং অভিনেত্রী ।

আবেগ, হিউমার এবং ড্রামার যথাযথ মিশ্রণ তুমহারি সুলু সেরা সিনেমার শিরোপা পাওয়ার অত্যন্ত যোগ্য । দা ডার্টি পিকচার, কাহানির পর বিদ্যা বালানের অভিনয় দক্ষতা নিয়ে আমাদের মনে আর কোনওরকম প্রশ্নই নেই ।

সম্প্রতি একটা অনুষ্ঠানে বিদ্যা একটা সুন্দর লাল আর ম্যাঙ্গো শাড়ি পরেছিলেন যার একপাশে সবুজ এবং গোলাপি পাড় ছিল । আমাদের সবচেয়ে বেশী ভাল লেগেছিল কীভাবে তিনি একেবারে অল্প সেজে শাড়িকেই তাঁর হয়ে সমস্ত কথা বলতে দিয়েছিলেন দেখে।

বিদ্যাকে প্রায়ই ম্যাঙ্গো ব্র্যান্ডের শাড়ি পরতে দেখা যায় । আর কে বলেছে শাড়ি ঠিক মতো সামলানো যায় না… শ্লোকা মেহতা এবং আকাশ অম্বানির এনগেজমেন্টে বিদ্যা একটা সাধারণ সাদা রঙের অনিতা ডোংরি শাড়ি পরেছিলেন যার পাড়ে রূপালী গোটা পাত্তির কাজ করা ছিল ।

এর সঙ্গে তিনি রাবতা বাই রাহুলের স্টেটমেন্ট কানের দুল বেছে নিয়েছিলেন। তবে সোনম কাপুর এবং আনন্দ আহুজার রিসেপশনে আমাদের তাকে দেখতে সবচেয়ে সুন্দর লাগছিল । শাহ গৌরাঙ্গের একটা ক্লাসিক সাদা এবং সোনালী হাতে বোনা মাহেশ্বরী শাড়ি পরে তাকে অসামান্য সুন্দর দেখাচ্ছিল

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *