Breaking News

শাকিব খান ৫ লাখ টাকায় সিনেমা করলেও তাকে নেবনা

ঢাকাই চলচ্চিত্রের দক্ষ নির্মাতা শাহাদৎ হোসেন লিটন। নির্মাণ ক্যারিয়ারে ৫২টি সিনেমা পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে ২৩টি সিনেমা নির্মাণ করেন শাকিব খানকে নিয়ে। তার নির্মিত সর্বশেষ সিনেমা ‘অহংকার’।

গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমাতেও অ’ভিনয় করেন শাকিব খান। শাকিবের সঙ্গে তার সখ্যতা কতটা তা এ থেকেই অনুমেয়। কিন্তু সেই শাকিবকে নিয়ে আর সিনেমা নির্মাণ করতে আগ্রহী নন শাহাদৎ।

সম্প্রতি শাকিব খানের বি’রুদ্ধে শিডিউল ফাঁ’সানোর অ’ভিযোগে সোচ্চার হয়েছেন প্রযোজক ও নির্মাতারা। এ বিষয়ে শাহাদৎ হোসেন লিটন বলেন—শাকিব খান অনেক ভাগ্যবান। চলচ্চিত্রের এই মন্দার বাজারেও তিনি দর্শকদের বিনোদিত করছেন।

তিনি যেহেতু বিরামহীন কাজ করে যাচ্ছেন, তাই শিডিউল ফাঁ’সানোটা ব্যাপার না! শাকিবের চেয়ে আমাদের মতো লোকদের এই বিষয়ে দায় বেশি। কারণ শাকিবকে বিশ্রাম দিতে হবে। কিন্তু তাকে নিয়ে বিরামহীন কাজ করেই যাচ্ছি। যার ফলে সে শিডিউল ফাঁ’সিয়েছে। এজন্য আম’রা-ই দায়ী।

শাকিবকে নিয়ে নতুন করে কাজ করবেন কিনা? এমন প্রশ্নের জবাবে এই নির্মাতা বলেন—শাকিব খানকে নিয়ে কাজ করার ইচ্ছে আমা’র নেই। আর এখন শাকিবের সিনেমা’ও চলে না। কিছুদিন আগে শুনলাম শাকিব নাকি পারিশ্রমিক কমানোর ঘোষণা দিয়েছেন। এমন সিদ্ধান্তের জন্য শাকিবকে সাধুবাদ জানাই। শাকিব যদি পাঁচ লাখ টাকায়ও সিনেমা করে তাহলেও তাকে নিয়ে সিনেমা বানাবো না।

শাহাদৎ হোসেন লিটন চিত্রপরিচালক রানা মাসুদের সহকারী হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালে ‘রুখে দাঁড়াও’ সিনেমা’র মাধ্যমে চিত্রপরিচালক হিসেবে তার অ’ভিষেক হয়। একে একে শাহাদাৎ ৫২টি সিনেমা নির্মাণ করেন। শাকিব খানের সফলতার পেছনে এই নির্মাতার অবদান কম নয়।

শাকিবকে নিয়ে নির্মিত তার প্রায় সব সিনেমাই ব্যবসা’সফল। শাকিবকে নিয়ে নির্মিত এই পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘কাবিন নামা’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘প্রে’মে পড়েছি’, ‘বলো না কবুল’, ‘তোমাকে বউ বানাবো’, ‘টাকার চেয়ে প্রে’ম বড়’ প্রভৃতি।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *