Breaking News

লোকেরা মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুক, অন্তর্বাস পরতে হবে না: স্বস্তিকা

‘আমি চলে যাওয়ার পর আমা’র কাজ মানুষ মনে রাখবে। ক’জনের সঙ্গে প্রে’ম করেছিলাম, তা মনে রাখবে না। আমি পাঁচটা প্রে’ম করলে তা নিয়ে বেশি চর্চা হয়, কারণ আমি লাইমলাইটে আছি। পাশের বাড়ির মে’য়েটি পনেরোটা প্রে’ম করলেও কেউ কিছু বলবে না।’

ভা’রতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন টলিউড অ’ভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ভা’রতীয় বাংলা সিনেমা’র এই অ’ভিনেত্রী বরাবরই ঠোঁট’কা’টা স্বভাবের। যার কারণে নানা সময়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

নিজের চিন্তা-চেতনা ও স্বাধীনতার বিষয়ে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন স্বস্তিকা। সম্প্রতি নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন তিনি। এ বিষয়ে স্বস্তিকা মুখার্জি বলেন—অ’ভিনেত্রী বা মহিলা নয়, যারা সমাজের গতানুগতিক ধারা মেনে চলছেন না তারাই আক্রমণের শিকার হচ্ছেন।

যেমন: সমকামী, রূপান্তরকামীরা। ভেবেছিলাম লকডাউনে এগুলো কমবে। কিন্তু একেবারে উল্টোটা দেখছি। মানুষ বাজে কথা বললেই প্রতিবাদ করা ছাড়বেন বলে সাফ জানিয়েছেন স্বস্তিকা। তিনি বলেন—কেন উত্তর দেব না? সব সময় ছাড় দেব কেন?

সারাজীবন সব ছেড়েই রাখব? কী’ হবে, বাজে কথা লিখবে লোকে লিখুক। কিন্তু একটা সচেতনতা তো তৈরি করা উচিত। মানুষ জানে না মে’য়েরা অন্তর্বাস পরে? না পরলে লোকেরাই রাস্তায় তাকাবে। তাই অন্তর্বাস পরতে হয়! সমাজ বদলাক না, মানুষ মে’য়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুক! তাহলে মে’য়েদেরও আর অন্তর্বাস পরতে হবে না!

আগামী ৩ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাবে স্বস্তিকা মুখার্জি অ’ভিনীত ‘তাসের ঘর’। সুদীপ্ত রায় পরিচালিত এ চলচ্চিত্রে সুজাতা চরিত্রে অ’ভিনয় করেছেন স্বস্তিকা। এ চরিত্রটিও ব্যক্তি স্বস্তিকার মতোই। কাজটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত এই অ’ভিনেত্রী।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *