Breaking News

রেসিং ছেড়ে অ’ভিজ্ঞতার জন্য হলেন প’র্নস্টার

রেসিং ট্র্যাক-এ যে তাঁর সাফল্য ছিল না এমন নয়। তবুও রেসিং ছেড়ে প’র্নস্টার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সুপারকার ড্রাইভা’র রেনে গ্রেসির সিদ্ধান্ত চ’মকে দিয়েছিলেন সবাইকে।

এবারও নিজের সিদ্ধান্তে চ’মকে দিয়েছেন রেনে গ্রেসি। নীলছবির জগত হয়তো তাঁর আর ভাল লাগল না। তাই তিনি আবার স্টিয়ারিং ধ’রার সিদ্ধান্ত নিয়েছেন। রেসিং-এ ফিরছেন বলে জানিয়েছেন রেনে গ্রেসি।

রেনে গ্রেসি জানিয়েছেন প’র্নতারকা হওয়ার পর থেকে তিনি সপ্তাহে ১৪ হাজার পাউন্ড উপার্জন করেছেন। ভা’রতীয় মুদ্রায় যা ১৯ লাখ টাকার কাছাকাছি। তাই এবার উপার্জিত টাকা দিয়ে তিনি একটি নিজের রেসিং টিম তৈরি করবেন।

রেনে জানিয়েছেন, রেসিং ট্র্যাকে ফেরাটা সহ’জ হবে না।

কারণ কর্তৃপক্ষ তাঁর এমন সিদ্ধান্ত মেনে না-ও নিতে পারে। তাই সামনে কঠিন লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত।

১৯৯৮-এর পর থেকে রেনে গ্রেসি প্রথম ফুল টাইম মহিলা রেসার। ২০১৭ সালে ফর্ম খা’রাপ থাকায় তিনি আর্থিক অনটনের মধ্যে পড়েন।

তার পর হাজার চেষ্টা করেও সেই অনটন মেটাতে পারছিলেন না। তাই তিনি নীলছবির জগতে নাম লেখাতে চান। যদিও রেনে বলেন, তিনি নিছক মজার ছলে এবং অ’ভিজ্ঞতা অর্জনের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *