বলিউডের প্রিয় মুখ সু’শান্ত সিং রাজপুতের আ’ত্ম’হ’ত্যা ঘটনায় এবার তার ‘প্রে’মিকা’ রিয়া চক্রবর্তীকে সরাসরি দায়ী করেছেন সু’শান্তের বাবা কেকে সিং। কেকে সিং রীতিমতো রিয়ার বি’রুদ্ধে মা’মলা ঠুকেছেন বলে জানিয়েছে ভা’রতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
শুধু রিয়াই নয়, তার ভাই শৌভিক চক্রবর্তীসহ পরিবারের আরও পাঁচজনের বি’রুদ্ধেও এফআইআর করেছেন প্রয়াত অ’ভিনেতার বাবা। রিয়ার বি’রুদ্ধে আ’ত্ম’হ’ত্যা’য় প্র’রোচনা ও মানসিক প্রতারণার অ’ভিযোগ এনে এর পক্ষে ৯টি কারণ দেখিয়েছেন কেকে সিং। ভা’রতের সংবাদমাধ্যম এনডিটিভি সেই কারণগুলো উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে যে ৯ কারণ দেখানো হয়েছে,
১) ২০১৮ সালে সু’শান্তের মধ্যে কোনো মানসিক অস্থিরতা ছিল না। কিন্তু রিয়া তার জীবনে আসার পর থেকেই সু’শান্ত মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেন। রিয়ার কাছে এর ব্যাখ্যা চেয়েছেন সু’শান্তের বাবা।
২) মানসিক অবসাদ থেকে মুক্ত হতে সু’শান্তের জন্য যে চিকিৎসা চলছিল, তার কোনো অনুমতি পরিবারের থেকে নেয়া হয়নি। ৩) যে কারণে কেকে সিং বিশ্বা’স করেন, সু’শান্তের চিকিৎসকরাও তাকে অ’পমৃ’ত্যুর দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্রে যু’ক্ত রয়েছেন।
৪) রিয়া যখন জানতে পারলেন সু’শান্ত মানসিকভাবে অ’সুস্থ, তখন সুশান্তের পাশে না থেকে উল্টো সব কাগজপত্র নিয়ে বেরিয়ে গিয়েছিলেন। আর এই ঘটনায় মানসিকভাবে প্রচণ্ড আ’ঘাত পান সু’শান্ত। যা সু’শান্তকে আ’ত্ম’হ’ত্যা’র পথ বেছে নিতে করতে বাধ্য করে।
৫) সু’শান্তের ব্যাংক অ্যাকাউন্টের নথি বলছে, তার ১৭ কোটি টাকা ছিল। সেখান থেকে ১৫ কোটি টাকা এক অ’পরিচিত অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। সেই অ্যাকাউন্টের সঙ্গে সু’শান্তের কোনো স’ম্পর্ক নেই। বিষয়টি ত’দন্ত করলে অনেক তথ্য বেরিয়ে আসবে।
৬) রিয়ার সঙ্গে স’ম্পর্ক হওয়ার পর কেন বলিউডে কাজ পাচ্ছিলেন না সু’শান্ত? বিষয়টি আরও খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছেন সু’শান্তের বাবা।
৭) কুর্গে জৈবকৃষির ব্যবসার উদ্যোগ নিয়েছিল সু’শান্ত। সহযোগী ছিলেন বন্ধু মহেশ। কিন্তু এই উদ্যোগে বাধা দেন রিয়া চক্রবর্তী। হু’মকি দেন, চিকিৎসার নথি সংবাদমাধ্যমে প্রকাশ করে দেবে। শেষ করে দেবে তার ফিল্ম ক্যরিয়ার।
৮) ব্যবসায়িক ক্ষেত্রে রিয়ার আ’পত্তি শোনেননি সু’শান্ত। এরপরই সু’শান্তের ক্রেডিট কার্ড, ল্যাপটপ, চিকিৎসার নথি, গয়না নিয়ে চ’ম্পট দিয়েছিল রিয়া।
৯) কেকে সিংয়ের অ’ভিযোগ, ওই সময় তিনি বহুবার ছে’লের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু রিয়া, তার সহযোগী ও পরিবার সে সুযোগ করে দেয়নি। উল্লেখ্য, সু’শান্তের মৃ’ত্যু র’হস্য উদঘাটনে এর আগে রিয়া চক্রবর্তীকে প্রায় সাত ঘণ্টা জেরা করেছিলর মুম্বাই পু’লিশ।
সেই জিজ্ঞাসাবাদের পর পু’লিশ জানতে পারে, সম্প্রকি ইউরোপ ভ্রমণে সু’শান্তের ক্রেডিট কার্ড ব্যবহার করেছিলেন রিয়া। তার এক দেহরক্ষীকেও বহিষ্কার করেছিলেন তিনি। সু’শান্তের কোম্পানিতেও শেয়ার ছিল রিয়া এবং তার ভাইয়ের। রিয়ার সঙ্গে সু’শান্তের প্রে’ম এতোটাই গভীর ছিল যে, সু’শান্তের বান্দ্রার ফ্ল্যাটেই থাকতেন রিয়া। ১৪ জুন সু’শান্ত আ’ত্ম’হ’ত্যা করার একসপ্তাহ আগেই তিনি ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান। অন্যত্র থাকতে শুরু করেন।
প্রসঙ্গত, গত ১৪ জুন বলিউড অ’ভিনেতা সু’শান্ত সিং রাজপুতের ম’র’দে’হ তার বান্দ্রার ফ্ল্যাটে সিলিংয়ে ঝু’ল’ন্ত অবস্থায় পাওয়া যায়। সু’শান্ত কেন আ’ত্ম’হ’ত্যা করেছেন তার কারণ অনুসন্ধানে নেমেছে মুম্বাই পু’লিশ। এখনও পর্যন্ত প্রায় ৪০ জনকে জেরা করা হয়েছে।