অ’ভিনেত্রী রিয়া চক্রবর্তীর বি’রুদ্ধে থা’নায় এফআইআর দায়ের করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং।






পাটনার রাজীব নগর থা’নায় ভা’রতীয় দ’ণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৫০৬ ও ৩০৬ ধারায় অ’ভিযোগ দায়ের করেন তিনি। ছে’লের সাবেক বান্ধবীর বি’রুদ্ধে আত্মহ’ত্যার প্র’রোচনার অ’ভিযোগ তোলেন সেখানে।






ভালোবাসার নাম করে সুশান্তর কাছ থেকে অর্থ আদায় করতেন রিয়া। এমনকি তার পরিবারও টাকা নিয়েছে— এ কথাও বলছেন কে কে সিং। রিয়ার পাশাপাশি আরও ৫ জনের বি’রুদ্ধে অ’ভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।






সুশান্তর বাবার শারীরিক অবস্থা বর্তমানে ভালো নয়। মুম্বাইতে যেতে না পারায় পাটনাতে অ’ভিযোগ দায়ের করা হয়েছে। শিগগিরই বিহার পু’লিসের তরফে রিয়াকে জিজ্ঞসাবাদের জন্য মুম্বাইতে রওনা দেওয়া হবে বলে জানায় জি নিউজ।






এ দিকে সুশান্তের মৃ’ত্যুর একমাস পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রথম পোস্ট শেয়ার করেন রিয়া চক্রবর্তী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাতে আত্মহ’ত্যার ঘটনায় সিবিআই ত’দন্তের অনুমতি দেন, সে বিষয়ে আবেদন জানান অ’ভিনেত্রী।
এর আগে শেষকৃত্যে গেলে সুশান্তর পরিবারের তোপের মুখে পড়েন বাঙালি অ’ভিনেত্রী রিয়া।