নব্বইয়ের দশকের অন্যতম এই অ’ভিনেত্রী এখনও চর্চিত হন তার সৌন্দর্য ও অ’ভিনয় প্রতিভা’র নিমিত্তে।
বিভিন্ন শর্টফিল্ম ও টেলিফিল্মে দাপিয়ে কাজ করে চলেছেন তিনি। আবারো নতুন করে আকর্ষনের মেঘ দানা বাঁধতে শুরু করেছে শ্রীলেখাকে ঘিরে।
সদ্যই বিভিন্ন উঠতি প্রজেক্টে ক্যামব্যাক করেছেন তিনি। তাকে শেষ দেখা গিয়েছে জি বাংলা অরিজিনালস নিবেদিত ‘সৌদামিনীর শাড়ি’ ছবিটিতে যেখানে তিনি মূল চরিত্র সৌদামিনীর ভূমিকায় অ’ভিনয় করেন।
এই অ’ভিনেত্রীর একটি অন্যরকম ছবি ইন্টারনেটে প্রকাশিত হল, ফাঁ’স করলেন তিনি নিজেই। রাতে আধো আলো,
আধো অন্ধকারে তোলা একটি ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। রাতের মায়াবী জোৎস্নায় মোহময়ী শ্রীলেখার এই ছবি বেশ উষ্ণতা ছড়াচ্ছে নেটদুনিয়ায়।
সদ্যই নিজের একটি ইউটিউব চ্যালেন খুলেছেন তিনি, যার নাম ‘আমি শ্রীলেখা বলছি’। এ ছাড়াও তার আসন্ন বেশ কয়েকটি প্রজেক্ট মুক্তি পাচ্ছে এবছরই। উষদুষ্ণতায় ভরা রাতে ক্যামেরাব’ন্দি করা শ্রীলেখার ছবিটি নীচে সাজানো রইল ।