Breaking News

যেভাবে ফাঁ’দে ফেলে প্র’তারণা করতেন সেই তুর্ণা

রাজনৈতিক নেতাদের সঙ্গে সুস’ম্পর্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবি দিয়ে পরিচিত মুখ। অথচ আড়ালে ভ’য়ঙ্কর প্রতারক চক্রের সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছা’ত্রী,

প্রতারক তুর্ণা আহসান ফাঁদে ফেলতে চেয়েছিলেন নিজ বিশ্ববিদ্যালয়েরই কিছু শিক্ষার্থীকে। এদিকে, তুর্ণার সঙ্গে ব্যক্তিগত স’ম্পর্কের অ’ভিযোগ অস্বীকার করছেন ছাত্রলীগের সাবেক সম্পাদক গো’লাম রাব্বানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম তুর্ণা আহসান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক নানা কর্মকা’ণ্ডের কারণে অনেকের কাছেই নামটা পরিচিত। উপহার পাঠানোর নামে টাকা হাতিয়ে নেয়া ভ’য়ঙ্কর প্রতারক চক্রের সঙ্গে জ’ড়িত হয়ে গ্রে’প্তার হওয়ার আগ পর্যন্ত তার অন্ধকার জগৎ স’ম্পর্কে জানতেন না কাছের মানুষরাও।

সিআইডি অ’তিরিক্ত ডিআইজি রেজাউল হায়দার বলেন, তার দুতী জগত ছিল। একটা অন্ধকার আরেকটি সাধারণ। নিজেকে কাস্টমস কর্মক’র্তা, ফারজানা মহিউদ্দিন পরিচয় দিয়ে টাকা আদায়ের শেষধাপে কাজ করতেন রাহাত আরা খানম ওরফে তুর্ণা। ফাঁদে পড়ে অনেকে সর্বস্ব হারিয়েছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরও টার্গেট করতো এ প্র’তারক চক্র।

রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্য ছিলো তুর্ণার। বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে হাস্যজ্জ্বল ছবিও আছে। এগুলোকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটা ইমেজ তৈরি করেছিলেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গো’লাম রাব্বানীর সঙ্গে তুর্ণার স’ম্পর্ক ছিলো এমন অ’ভিযোগ উঠছে। যদিও অস্বীকার করছেন রাব্বানী।

গো’লাম রাব্বানী বলেন, একটা ছবি দিয়ে কখনও স’ম্পর্ক নির্নয় হতে পারে না। যেহেতু ছাত্রলীগের ট্যাগ আছে, তাই এসব কথা উঠবেই। সিআইডি বলছে, তুর্ণার সঙ্গে রাজনৈতিক কেউ জ’ড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখবেন তারা।

About Utsho

Check Also

সেই মা’রিয়াকে নিয়ে খেলায় মা’তলেন ডিসি

সাতক্ষীরার কলারোয়া উপজে’লার হেলতলা ইউনিয়নের খলিসা গ্রামে পরিবারের সব স্বজন হা’রানো সেই মা’রিয়া সুলতানা এখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *