চলচ্চিত্র অভিনেতা ইলিয়াছ কোবরা জানিয়েছেন কক্সবাজারে নি’হত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে তিনি চেনেন না। তার সাথে কোনো দিন দেখা কিংবা সাক্ষাতও হয়নি।
সিনহা হ’ত্যার পরিকল্পনার সাথে তিনি জড়িত রয়েছেন বলে কিছু সংবাদ মাধ্যমে তাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র প্র’তিবাদ জানিয়ে সোমবার সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইলিয়াছ কোবরা বলেন, ‘
টেকনাফের শামলাপুরে আমার কোনো বাগান বাড়ি নেই। অথচ আমার বাগান বাড়িতে মেজর সিনহাকে ৪ ঘণ্টা আ’টকে রেখেছি বলে সাংবাদ মাধ্যমে যা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত।’
তিনি বলেন, মেজর সিনহা সেখান খু’ন হয়েছেন সেখান থেকে আমার বাড়ি ২২ কিলোমিটার দূরে। ঈদের আগের রাতে এবং ঈদের দিন আমি বাড়িতে ছিলাম।
সিনহা হ’ত্যা’র কথা আমি ঈদের দিন ফেসবুকের মাধ্যমে অবহিত হই। এরপর আমি ঢাকায় চলে যাই। অথচ ঘটনার এতদিন পর এই হ’ত্যা’র সাথে আমাকে জ’ড়িয়ে কাল্পনিক কাহিনী প্রকাশ করছে কিছু সাংবাদিক।’
ইলিয়াছ কোবরা বলেন, ‘আমি একজন শিল্পী। দেশে বিদেশে আমার সুনাম রয়েছে। আলোচিত একটি হ’ত্যার সাথে আমার নাম জ’ড়িয়ে আমার সম্মানহানি করা হচ্ছে।’