Breaking News

মায়ের জন্য প্রে’মিক খুঁজেছে মেয়ে

হলিউড তারকা শার্লিজ থেরনের ৪৫তম জন্ম’দিনে তার দুই সন্তানের মধ্যে ছোট মে’য়ে মাকে ‘বয়ফ্রেন্ড’ উপহার দিতে চেয়েছে। তবে মায়ের জন্য ঠিকঠাক ‘বয়ফ্রেন্ড’ খুঁজে পাওয়া না যাওয়ায় উপহার দিতে পারেনি।

গত ৭ আগস্ট ছিলো অস্কারজয়ী এই অ’ভিনেত্রীর জন্ম’দিন। হলিউডের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী তারকাদের একজন থেরন গত পাঁচ বছর ধরে ‘সিঙ্গেল’। তার প্রথম প্রে’মিক সংগীত তারকা স্টেফান জেনকিনস।

তিন বছর পর ২০০১ সালে অক্টোবরে স’ম্পর্ক ভেঙে যায়। এরপর আইরিশ অ’ভিনেতা স্টুয়ার্ট টাউনসেন্ডের সঙ্গে প্রে’মটা ২০০২ সালে শুরু হয়ে প্রায় ৮ বছর তারা এক সঙ্গে থাকেন।

তার তৃতীয় প্রে’মিক শেন পেন। ২০১৫ সালের জুন মাসে বিচ্ছেদের পর এতদিন থেকে তিনি আর নতুন করে কারও সাথে জড়াননি। প্রথমবার অনলাইনে জন্ম’দিন পালন করেন এই তারকা।

উচ্ছ্বাস প্রকাশ করে থেরন বলেন, ২০২০ সালটা আমাদের জন্য র’ক্তক্ষরণের একটা সাল। এরমধ্যে আমা’র জন্ম’দিন পালন করলাম। সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমাকে শুভেচ্ছা দিয়েছেন।

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *