মায়ের গর্ভ থেকে বের হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে লেবার রুমে হাঁটতে শুরু করল এক নবজাতক! একেই বোধ হয় কলি কালের ‘হাইটেক কিড’ বলে!
জ্বি, এমনই ঘটেছে দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সান্তা ক্রুজ হাসপাতালে। সম্প্রতি এমন অকল্পনীয় ঘটনাটি ঘটেছে ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সান্তা ক্রুজ হাসপাতালে।
সেখানে মায়ের গর্ভ থেকে বের হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই লেবার রুমে হাঁটতে শুরু করেছে ব্রাজিলের এক নবজাতক!সম্প্রতি এই বিস্ময়কর নবজাতকের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, জন্মানোর পর যখন চিকিৎসকরা তাকে পরিষ্কার করছে তখনই টলমল পায়ে হাঁটতে শুরু করে সে৷ তবে চিকিৎসকরা তার বুকের কাছে হাত দিয়ে ধরে রেখেছিল। সেই অবস্থাতেই হাঁটার চেষ্টা করে শিশুটি।ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…https://youtu.be/atIihGM6LO8
এমন অদ্ভুত দৃশ্য দেখে রীতিমত বিস্মিত হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। তখনই তারা ঠিক করেন এই ঘটনার ভিডিও তুলে রাখতে হবে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানের প্রেক্ষাপটে এই অভূতপূর্ব ঘটনার কোনও প্রকার ব্যাখ্যা উপস্থাপন করতে পারেননি চিকিৎসকরা।