Breaking News

মাত্র ৯ মিনিটে ৬ সন্তান জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড

এবার মাত্র ৯ মিনিটে ৬ সন্তানের জন্ম দিয়ে বিরল রেকর্ড গড়েছিলেন যু’ক্তরাষ্ট্রের এক নারী। বিরলের মধ্যে বিরলতম ঘটনা বললেও বোধ হয় কমই বলা হবে। জানা গেছে, সাধারণত প্রতি ৪৭ লাখ মানুষের মধ্যে একজনের বেলায় এমন ঘটনা ঘটে।

এদিকে মা’র্কিন যু’ক্তরাষ্ট্রের টেক্সা’সের দ্য ওম্যান হাসপাতা’লে জন্ম হয় ওই ছয় সন্তানের। ৯ মিনিটের ব্যবধানে ৬ সন্তানের জন্ম দেন এক মা। থেলমা চিয়াকা নামের ওই মহিলা জন্ম দেন চার পুত্র ও ২ কন্যা সন্তানের।

এর আগে গত ২০১৯ সালের মা’র্চ মাসে ছয় সন্তানের মা হওয়ার এই খবর সারা বিশ্বকে অ’বাক করেছিল। সেই ছয় সন্তানের মা ভোর ৪:৫০ থেকে ভোর ৪:৫৯ এর মধ্যে এই ছয় সন্তানের জন্ম দিয়েছিলেন।

এদিকে সেই ছয় সন্তান নিয়ে এখন সুখেই দিন কাটেচ্ছেন মা থেলমা। মহামা’রী করো’না থেকে আগলে রেখেছেন সন্তানদের।

পৃথিবী যখন প্রচণ্ড কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এই মন ভালো করা খবর মন ভালো করবে এটাই আশা।

About Utsho

Check Also

ভরিতে স্বর্ণের দাম বা’ড়লো ২৩৩৩ টাকা

ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *