Breaking News

মাত্র ১৫ মিনিটের জন্য ৩ কোটিতে রাজি হলেন ভা’র্জিন গার্ল খ্যাত অভিনেত্রী টাবু

বলিউডের ভা’র্জিন গার্ল খ্যাত অ’ভিনেত্রী টাবু সবশেষ ২০০৮ সালে তেলেগু ছবিতে অ’ভিনয় করেছিলেন। এরপর প্রায় একযুগ কে’টে গেলেও তাকে আর তেলেগু ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি।

এবার দীর্ঘ বিরতির পর আবারও তেলেগু ছবি ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ ছবিতে পর্দা কাঁপিয়েছেন এই গুণী অ’ভিনেত্রী। তবে সেই ছবিতে অ’ভিনয় করতে গিয়ে চড়া দাম হাঁকিয়েছেন টাবু।

গত ১২ জানুয়ারি ‍মুক্তি পাওয়া ছবিতে মাত্র ১৫ মিনিটের জন্য নিজের চেহারা দেখিয়ে গুণে গুণে নিয়েছেন ৩ কোটি রুপি। এরইমধ্যে ত্রিবিক্রিম শ্রীনিবাস পরিচালিত নতুন এই তেলেগু ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

অভিনেত্রী টাবু ভা’রতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এর আগে মহেশ বাবু অ’ভিনীত ‘সারিলেরু নিকেভভা’রু’ ছবিতেও একই পরিমাণ পারিশ্রমিক হাঁকিয়েছিলেন টাবু।

আল্লু অরবিন্দ ও রাধা কৃষ্ণার যৌথ প্রযোজনায় নির্মিত অ্যাকশনধ’র্মী ‘আলা বৈকুণ্ঠপুরামলো’ ছবিতে প্রধান চরিত্রে আল্লু অর্জুনের বিপরীতে অ’ভিনয় করেছেন পূজা হেগড়ে। ছবিটিতে আরও দেখা মিলিছে- জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখের।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *