ভা’রতের জনপ্রিয় সঙ্গীত বিষয়ক রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১১ তম সিজনে বিচারক হিসেবে থাকা গায়িকা নেহা কাক্কার এবারের আসরে একটি পর্বে মঞ্চে গানের সঙ্গে নাচতে গিয়ে পড়ে গেছেন।
ইন্ডিয়ান আইডলের এর আগের সিজনে মঞ্চে মাঝে মধ্যেই প্রতিযোগীদের সঙ্গে গান গাইতে দেখা যেত নেহাকে। এমনকি নাচেনও মাঝেমধ্যে। তেমনই একটি গানে অনুষ্ঠানের সঞ্চালক সঙ্গীতশিল্পী আদিত্য নারায়ণের সঙ্গে তাল মেলান নেহা।
গান শুনতে শুনতে নেহা এতোটাই উত্তেজিত হয়ে পড়েন যে স্টেজে গিয়ে আদিত্যের সঙ্গে নাচতে শুরু করেন। এরপর স্টেজের মধ্যে নাচতে নাচতে পড়ে যান তিনি।
নেহা কক্কর যদিও এতে তেমন কোনো শারীরিক সমস্যা হয়নি তার। এবারের আসরের অডিশন রাউন্ডে মঞ্চেই এক প্রতিযোগী ভক্ত হঠাৎই নেহার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং রীতিমতো জোর করেই গায়িকার গালে চুমু খান। ওই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।