ভা’রতের অন্ধ্র প্রদেশের বিশাখাপাত্নামে অবস্থিত হিন্দুস্তান শিপইয়ার্ডে একটি ক্রেন বি’ধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নি’হত হবার খবর পাওয়া গেছে। এতে আ’হত হয়েছে একজন।
নিউজ এজেন্সি এএনআই এই দুর্ঘ’টনার একটি ভিডিও টুইট করেছে, যাতে দেখা যায় যে একটি ক্রেন ভেঙে নিচে পড়ে যায় এবং সেখানে কর্ম’রত অনেক লোক ক্রেনের নীচে চাপা পড়ে যায়।
যেখানে ঘটনাস্থলে ১১ জন শ্রমিক মা’রা গেছেন, আ’হত এক শ্রমিককে চিকিত্সার জন্য হাসপাতা’লে ভর্তি করা হয়েছে।
দুর্ঘ’টনার ঘটনার খবর পেয়ে পু’লিশ ও উ’দ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। কী’ কারণে এই দুর্ঘ’টনা ঘটল, তা খতিয়ে দেখছে পু’লিশ।