স্বস্তিকা মুখোপাধ্যায় যা করেন তাতেই বিতর্ক! সম্প্রতি ‘তাসের ঘর’-এর ‘সুজাতা’ ব্রা-এর স্ট্র্যাপ দেখিয়েছেন পোস্টারে। ব্যস তাতেই উঠে পরে লেগেছে নেটদুনিয়ার একাংশ।
খবরে বলা হয়, এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘তোমার কালো অন্তর্বাস দেখে আমি ভীষণ হতাশ, স্বস্তিকা!’ পরিচালক এবং হইচই ওয়েব প্ল্যাটফর্মকে ট্যাগ করে আরেক নেটিজেন প্রশ্ন করেছেন,
‘পরিচালক কেনো পোস্টারে ব্রা-এর স্ট্র্যাপ দেখালেন? খুব জানতে ইচ্ছে করছে। তাহলে কি ধরে নেব, গল্পের সঙ্গে এর কোনো যোগ রয়েছে!’ এর পরেও আর চুপ থাকেননি স্বস্তিকা।
তিনি টুইটারে সবাইকে জবাব দিয়েছেন একসাথে। তিনি বলেছেন, ‘নায়কদের কেনো খাটো আন্ডারওয়্যারে দেখানো হয়? তাদের খালি গা কেনো বক্স অফিসে লক্ষ্মীলাভে সাহায্য করে?
কোনো দিন জানতে চেয়েছেন? না। কারণ, এই দৃশ্যগুলো এত কুল অ্যান্ড ক্যাজুয়াল যে কারোর মাথাতেই আসে না, এ সব নিয়েও কথা বলা যেতেই পারে। তিনি জানান, ছেলেদের আন্ডারওয়্যার দেখালে সমস্যা নেই
কিন্তু মেয়েদের পোশাকের ফাঁক দিয়ে অন্তর্বাস উঁকি দিলেই আপনাদের লোভী চোখের উঁকিঝুঁকি সেখানে! হাজারো প্রশ্ন। কেনো? এটাকেও কেনো খুব স্বাভাবিক ঘটনা বলে মানতে পারেন না কেউ!’ সূত্র: খবর আনন্দবাজার পত্রিকা