অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানকে হ’ত্যা’র রাতে তার মাকে ফোন করে সিনহা সম্পর্কে খোঁজ নিয়েছিলেন টেকনাফ থানার ওসি প্রদীপ। পু’লিশ একাধিকবার ফোন
দিলেও ছেলেকে হ’ত্যার কথা জানায়নি তাকে। হ’ত্যার পরদিন অর্থাৎ ঈদের দিন সিনহার বাসায় আসেন উত্তরা পশ্চিম থা’নার পু’লিশ।
তার সম্পর্কে খোঁজ খবর নেন। সিনহা কোন রাজনীতির সঙ্গে জড়িত কিনা ইত্যাদি জিজ্ঞেস করে পু’লি’শ চলে যায়। তখনও হ’ত্যার খবর জানায়নি তারা। এদিকে সিনহা
হ’ত্যা মা’মলার বিচার প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন নি’হ’’ত সিনহার মা। তিনি প্রধানমন্ত্রী ও সেনা প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার কক্সবাজারের টেকনাফে পু’লিশের গু’লিতে নি’হ’ত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। একে সরাসরি হ’ত্যাকা’ণ্ড বলে দাবি করছেন সিনহার
স্বজনরা। সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেয়ার পর বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করছিলেন মেজর সি’নহা রাশেদ। ভ্রমণ বিষয়ক একটি ইউটিউব চ্যানেল বানানোর কাজও চলছিলো তার।
এরই অংশ হিসেবে সিনহা কক্সবাজারে ভিডিও তৈরির কাজে গিয়েছিলেন বলে জানায় তার পরিবার। পরে পু’লিশ দাবি করে, আ’ত্মরক্ষার্থেই গু’লি ক’রা হয় রাশেদকে।