দুবাই থেকে কেরালা ফেরার পথে বিমান দুর্ঘ’টনার শিকার হয়েছেন দুবাই এর একজন ব্যবসায়ী ও তার পরিবার। তবে অবিশ্বা’স্য হলেও তাদের সবাই বেঁচে আছেন এবং
আ’হত অবস্থায় হাসপাতা’লে ভর্তি আছেন। ৪০ বছর বয়সী সাইফুদ্দিন দুবাইয়ের একজন ব্যবসায়ী। ছে’লেমে’য়েদের স্কুল বন্ধ খাকায় তার স্ত্রী’ সন্তানদের নিয়ে স্বামীর সাথে দেখা করতে দুবাই গিয়েছিলেন।
পরে লকডাউনে দীর্ঘ সময় আ’ট’কা পড়েন। শুক্রবার তারা সকলেই এয়ার ইন্ডিয়ার বিমানে করে কেরালার কোজিকোড়ে ফিরে আসছিলেন। পরিবারের পাঁচজনের সবাই আ’হত হয়েছেন।
মে’য়ে সানা ছাড়া সবাই ভর্তি হয়েছেন বেবি মেমোরিয়াল হাসপাতা’লে। সানা ভর্তি আছেন আল শিফা হাসপাতা’লে। সাইফুদ্দিনের ভাইয়ের ছে’লে মুহাম্ম’দ সালিহ জানান, সাইফুদ্দিন আমা’র চাচা, তিনি এবং তার পরিবার দুবাই থেকে দেশে ফিরছিলেন তখনই দুর্ঘ’টনার শিকার হয়।
আম’রা রাত ৮ টা নাগাদ জানতে পারি। এয়ার ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি দুবাই থেকে করো’না মহামা’রিতে আ’ট’কে পড়া ভা’রতীয়দের নিয়ে ফিরছিল।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে রানওয়ে থেকে ছিট’কে পড়ে সেটি। এখন পর্যন্ত বিমান দুর্ঘ’টনায় ১৮ জনের মৃ’ত্যু হয়েছে।