চারিদিকে লকডাউন! বাড়ি থেকে বেরোন নি’ষেধ! বাড়িতে বসে বসে সবার ই মেজাজ এর ১২ বেজে আছে। অনেকেই খিটখিটে হয়ে যাচ্ছেন। আবার অনেকেই নিজের নানান কাজের মাধ্যমে নিজেকে ব্যাস্ত রাখছেন। কিন্তু এর মধ্যেই যদি আপনার বাড়িতে ফ্যান খা’রাপ হয়ে যায়!
আর ইলেক্ট্রিশিয়ান আসতে পারবেনা বলে আপনি জানতে পারেন! আর বাড়িতেই যদি থাকে ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার ছেলে তাহলে তো কোনও ব্যাপার ই না!
কিন্তু এমন মুহূর্তে যদি জানতে পারেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছেলেও সেই ফ্যান সারাতে পারছেনা তাহলে একে গরম আরেকদিকে ছেলের ও’পর রাগ দুটোই একসাথে উথলে পড়ার কথা কিনা ?
ঠিক এমন টাই ঘটেছে এইপরিবারে। হঠাৎই বাড়ির ফ্যান খা’রাপ হয়ে যাওয়ায় গরমে নাজেহাল অবস্থায় মায়ের। তখন সে তার মেকানিকাল ইঞ্জিনিয়ার কে ডাকে! ছেলে মায়ের কথা মতো অনেক্ষন ধরে দেখেও সেই ফ্যান এর অসুবিধে খুঁজতে অক্ষম হয়।