মেয়ে সমিশার জ’ন্মের পর থেকে শিল্পা শেঠিকে নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যায় বলিউডে। ছেলে ভিয়ান থাকা সত্ত্বেও কেন শিল্পা ফের সারো’গেসির (গর্ভ ভাড়া) মাধ্য়মে মেয়ের জ’ন্ম দিতে গে’লেন,তা নিয়ে গুঞ্জন অব্যা’হত।
এবার বিষয়টি নিয়ে মুখ খু’ললেন বলিউড অভিনেত্রী স’ম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে শিল্পা বলেন, ভিয়ানের জ’ন্মের পর তিনি সব সময় চাইতেন আরও একজনকে তাঁদের পরিবারে।
ভিয়ান একা একা বড় হোক,তা কখনও তিনি চাননি। সেই কারণে তিনি সব সময় চাইতেন ভিয়ানের কোনও ভাইবোন হাজির হোক তাঁদের পরিবারে সেই কারণেই বারবার চেষ্টা করেও অসফল হন তাঁরা।
শিল্পা জা’নান, অ’ন্তঃস’ত্ত্বা হওয়ার পর একাধিকবার গর্ভপাতের সম্মু’খীন হতে হয় তাঁকে বারবার গর্ভপাত হওয়ার পর কাউকে দত্তক নেবেন বলে সিদ্ধা’ন্ত নেন শিল্পা এবং রাজ।
কিন্তু বিভিন্ন আ’ইনি জটিলতায় সেই দত্তক প্রক্রিয়াও যায় আ’টকে। গর্ভপাত এবং দত্তক প্রক্রিয়া বার বার আ’টকে যাওয়ার পরই গর্ভ ভাড়া নিয়ে নতুন কাউকে পৃথিবীতে আনবেন বলে তাঁরা ঠিক করেন।
এমনই জা’নান শিল্পা শেঠি রাজ কুন্দ্রা এবং তাঁর যৌথ সিদ্ধা’ন্তের পর শেষে বলিউডের এই হাই প্রোফাইল দম্পতি সারো’গেসির মাধ্যমে কন্যা সন্তানের মুখ দে’খতে পান বলে জা’নান শিল্পা