Breaking News

বারবার খু’ন, ধ’র্ষণের হু’মকিতে যে সি’দ্ধান্ত নিলেন পূজা ভাট

পূজা ভাট
সোশ্যাল মিডিয়ায় বারবার খু’ন ও ধ’র্ষণের হু’মকি পাচ্ছিলেন পরিচালক-অভিনেত্রী তথা মহেশ ভাট কন্যা পূজা ভাট। সেই কারণেই তিনি চ’রম সি’দ্ধান্ত নিয়েছেন।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে দিলেন ‘পাপ’ পরিচালক। তার কথায় যদি কোনও অনুরাগী তার জীবনে কী ঘটছে জানতে চায়, তাহলে যেন তাকে ফলো রিকুয়েস্ট পাঠানো হয়।

পূজা একটি ছবি শেয়ার করে লেখেন, আমার কাছে সময়,এনার্জি এবং ই’চ্ছা নেই বিদ্বেষীদের জন্য মনে রাগ পুষে রাখবার। আমি ব্যস্ত ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসতে।

এটার স’ঙ্গেই তিনি একটি দীর্ঘ পোস্ট লেখেন। যেখানে কেন তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টি প্রাইভেট করে দেওয়ার সি’দ্ধান্ত নিয়েছেন তা বাখ্যা করেছেন।

পূজা লেখেন, ‘এটা বলতেই হত। ইনস্টাগ্রাম এমন একটা জায়গায় পরিণত হয়েছে যেখানে যে কেউ, নিজের ই’চ্ছা মতো এসে কাউকে গা’লিগা’লাজ করতে পারব, হু’মকি দিতে পারবে ধ’র্ষণের, এমনকি ম’রে যেতে বলবে।

কিন্তু এর ফলে আমি সব পজেটিভ এনার্জিগুলো পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলাম। ভালো, সংগঠিত ফিডব্যাকগুলো। আমি কেন সেই সব মানুষগুলোকে দূরে ঠেলে দেব, কিছু মানুষ বি’ষ উগরাচ্ছে বলে।

তাই আমি আমার এই অ্যাকাউন্ট প্রাইভেট করবার সি’দ্ধান্ত নিয়েছি।এর আগে পূজা ভাটের সৎ বোন, তথা আলিয়া ভাটের দিদি শাহিন ভাটও সোশ্যাল মিডিয়ায় খু’নের হু’মকি পাওয়ার কথা বলেছিলেন।

এমনকি এই হু’মকির বি’রুদ্ধে ইনস্টাগ্রামের তরফে কোনোরকম ব্যবস্থা না নেওয়ার জেরে ক্ষো’ভও উগরে দিয়েছিলেন শাহিন।সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর পর থেকেই সমালোচনা, ট্রোলিংয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মহেশ ভাট ও তার পরিবার।

সুশান্তের বান্ধবী তথা মা’মলার মূ’ল অ’ভিযুক্ত রিয়া চ’ক্রবর্তীর স’ঙ্গে মহেশ ভাটের ঘনিষ্ঠতার কথা কারুই অজানা নয়।বৃহস্পতিবার ফাঁ’স হওয়া মহেশ-রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট ফের এই বিতর্কের আ’গুনে হাওয়া দিয়েছে।

সেই চ্যাটে স্পষ্টই দেখা গেছে মহেশ ভাটের পরামর্শ বড়ো ভূমিকা পালন করেছে সুশান্ত-রিয়ার ব্রেক-আপে। এমনকি ভবি’ষ্যতে সুশান্তের কাছে ফিরে না যাওয়ার পরামর্শও ৮ জুন রিয়াকে দিয়েছিলেন মহেশ ভাট।

অন্যদিকে কফি উইথ করণ শো’তে সুশান্তকে নিয়ে করা আলিয়ার মন্তব্যও ভালো চোখে দেখেনি নেটিজেনরা। সুশান্তের মৃ’ত্যুর পর ভাইরাল হয়ে যায় আলিয়ার সেই কমেন্ট।

আলিয়াও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশন লিমিটেড করে দিয়েছেন। তিনি একমাত্র যাদের ফলো করেন, তারাই কমেন্ট করতে পারবেন আলিয়ার পোস্টে।

মহেশ ভাট পরিচালিত এবং আলিয়া,পূজা অভিনীত ছবি সড়ক ২ রয়েছে নেটিজেনদের নিশানায়। ডিজলাইকের বিচারে ইতোমধ্যেই পৃথিবীর দ্বিতীয় অপছন্দের ভিডিয়োর তকমা জুটেছে সড়ক ২-এর কপালে।

About Utsho

Check Also

হোটেলের বিছানার চাদর-বালিশ সাদা হওয়ার কারণ কী?

ঘুরতে নিশ্চয় ভালোবাসেন! আর দূরে কোথাও ঘুরতে যাওয়া মানেই হচ্ছে কোনো না কোনো হোটেলে রাত্রি …

Leave a Reply

Your email address will not be published.