হলিউডে সেলেব্রিটিদের জীবনে ‘স্ক্যান্ডাল’ নিত্যদিনের ঘটনা। বলিউডেও এরকম স্ক্যান্ডাল নিয়ে কম হৈচৈ হয়নি। স্ক্যান্ডাল থেকে রক্ষা পায়নি বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও।
তুলনামূলকভাবে রক্ষণশীল হওয়ায় এখানে যা ঘটেছে তার চেয়ে রটেছে বেশি। বিশ্বে কখনো কখনো স্ক্যান্ডাল তারকাদের জীবনে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। যেমন- সে’ক্স স্ক্যা’ন্ডাল দিয়ে রাতারাতি বড় তারকা বনে গেছেন হলিউডের কিম কার্দেশিয়ানের মতো অনেক তারকা।
তবে উল্টো চিত্র বাংলাদেশে, এখানে স্ক্যান্ডালের কারণে অনেকের ক্যারিয়ারে ধস নেমেছে। সত্য-মিথ্যা মিলে ঢাকার আ’লোচিত ১২ স্ক্যান্ডাল নিয়ে এই আয়োজন-
প্রভা: ২০১০ সালের দেশজুড়ে বোধহয় সবচেয়ে আ’লোচিত নাম জনপ্রিয় অ’ভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দেশের শীর্ষ মডেল ও অ’ভিনেত্রী হয়ে ওঠারকালে এই স্ক্যান্ডালে জড়িয়ে ক্যারিয়ার থেকে সরে পড়তে বাধ্য হন। একটি ভিডিও ফুটেজ বাজারে ছাড়েন প্রভা’র বয়ফ্রেন্ড রাজীব।
রাজীব ও প্রভা’র বিয়ে পারিবারিকভাবেই চূড়ান্ত হয়েছিল। তাই অনেকটা দাম্পত্য জীবনের মতোই ছিল তাদের স’ম্পর্ক। কিন্তু এর মাঝে অ’ভিনেতা অ’পূর্বর সাথে প্রভা’র মন দেওয়া-নেওয়া হলে প্রভা পালিয়ে অ’পূর্বকে বিয়ে করে বসেন।
এরপরই প্রতিহিং’সার বশে রাজীব তার হবু স্ত্রী’ প্রভা’র একান্ত সময়ের কিছু ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেন। দীর্ঘ ২ বছর মিডিয়া থেকে আড়ালে ছিলেন প্রভা। একান্ত ব্যক্তিগত জীবনের সেই ঝড় থেকে উঠে দাঁড়িয়েছেন এই অ’ভিনেত্রী। আবারো অ’ভিনয়ে ফিরেছেন। মিডিয়ার বাইরের মানুষকে বিয়েও করেছেন।
ইভা রহমান: সঙ্গীতশিল্পী ইভা রহমানের নামে একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও-চিত্র ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ভিডিও দৃশ্যে দেখা যায়, একটি হোটেল কক্ষে এক বিদেশীর সাথে অন্তরঙ্গ মুহূর্তে আছেন ইভা রহমানের মতো দেখতে এক নারী। পরে এটি অবশ্য গুজব বলেই প্রতিষ্ঠিত হয়।
তিন্নি: সে’ক্স স্ক্যা’ন্ডালের সঙ্গে জড়িয়ে পড়েন মডেল অ’ভিনেতা তিন্নি-হিল্লোল। দেশজুড়ে আ’লোচিত সমালোচিত হন তারা। একটি হোটেল কক্ষে তরুণ-তরুণীর অ’ন্তরঙ্গ মুহূর্তে ধারণকৃত একটি ভিডিও ফুটেজ দুজনের নামে ছেড়ে দেওয়া হয় বাজারে। ভিডিওটির পাত্র-পাত্রী হিসেবে চলে আসে এ জুটির নাম। এই ভিডিওটির সত্যতা মেলেনি। কিন্তু সমালোচনার হাত থেকে রেহাই পাননি এই তারকাজুটি।
চৈতি: প্রভা’র আ’পত্তিকর ভিডিও চিত্র প্রকাশ হওয়ার রেশ কাটতে না কাটতেই ২০১১ সালে মডেল ও উপস্থাপিকা চৈতির একটি আ’পত্তিকর ভিডিও প্রকাশ হয়। নির্মাতা এনামুল কবির নির্ঝরের সাথে এই ভিডিওতে আ’পত্তিকর অবস্থায় দেখা যায় চৈতিকে।
ভিডিওটি মোবাইলে ধারণ করা হয়েছিল। এই আ’পত্তিকর ভিডিও চিত্রটি প্রকাশের পরপরই তুমুল সমালোচনার মধ্যে পড়েন চৈতি। এরপর অনেক দিন মিডিয়ায় দেখা যায়নি এই তারকাকে। নির্মাতা নির্ঝরও নেই পাদপ্রদীপের আলোয়।
মিলা: জনপ্রিয় সঙ্গীতশিল্পী মিলা জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই তার নাম চলে আসে ভিডিও স্ক্যান্ডালের গুজব। ইন্টারনেটে ‘মিলা’ নামে একটি আ’পত্তিকর ভিডিও প্রকাশ করা হয়।
৩৩ সেকেন্ডের ঐ ভিডিওটিতে মাতাল অবস্থায় থাকা তরুণীর চিত্র রয়েছে। এ ঘটনার কয়েকমাস পর মিলা মুখ খোলেন। তিনি দাবি করেন, প্রকাশিত ভিডিওচিত্রের মেয়েটি তিনি নন। এটি মিলা না হলেও স্ক্যান্ডাল থেকে রক্ষা পাননি তিনি।
নোভা: মডেল অ’ভিনেত্রী নোভাও শিকার হন ভিডিও স্ক্যান্ডালের। ক্যারিয়ারের উঠতি সময়ে তাকে বিপাকে ফেলে দেয় একটি ভিডিও ফুটেজ। ২০১০ সালে তার নামে একটি অর্ধ বিবসনা ফুটেজ ছড়িয়ে পরে। তবে ফুটেজটি নোভা’র কিনা তার সত্যতা মেলেনি।
মেহ’জাবিন: বছরকয়েক আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে মেহ’জাবিনের নামে এক প’র্নো ক্লিপ। মেহ’জাবিন জানিয়েছেন, তার বি’রুদ্ধে শত্রুতা করে কে বা কারা তার নামে এই অ’পপ্রচার চালিয়েছে।
সারিকা: মেহ’জাবিনের মতো ফেক ভিডিও স্ক্যান্ডালের ফাঁদে পড়েছেন আরেক জনপ্রিয় মডেল ও অ’ভিনেত্রী সারিকা। ইন্টারনেটে বেশ কয়েকটি ওয়েব সাইটে সারিকার নামে একটি প’র্নো ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। প্রকাশিত ভিডিওর নারী চরিত্রটি সারিকার নয় বলে তার ঘনিষ্ঠজনরা জানান।
আনিকা কবির শখ: জনপ্রিয় মডেল আনিকা কবির শখের নামে একটি ভিডিও ফুটেজ বেশ আলোড়ন সৃষ্টি করে ২০১১ সালের মাঝামাঝিতে। ভিডিও ক্লিপটি প্রকাশ হওয়ার সাথে সাথেই এটি নানাভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র। ভিডিওতে বিবসনা নারীটি শখ ছিল না বলে জানা গেছে।
বিদ্যা সিনহা মীম: লাক্স সুপারস্টার জনপ্রিয় মডেল অ’ভিনেত্রী বিদ্যা সিনহা মীম বেশ ক্লিন ইমেজ নিয়েই মিডিয়ায় ছিলেন। কিন্তু এতে বাঁ’ধা হয়ে উঠে একটি আ’পত্তিকর ভিডিও ফুটেজ।
এক বিদেশি ক্রিকেটারের সাথে আ’পত্তিকর দৃশ্যের এ ফুটেজ প্রকাশ হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। তবে এটা আসলেই তারকা বিদ্যা সিনহা মীম ছিলেন না বলেই জানা গেছে।
পড়শী: হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শীও রেহাই পায়নি এই সাইবার ক্রা’ইম থেকে। পড়শীর নাম ব্যবহার করে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। যদিও ভিডিওর মেয়েটি যে পড়শীই তা নিশ্চিত হতে পারেনি কেউ।
বিন্দু: নাট্যকার-সাংবাদিক অরুণ চৌধুরীকে জড়িয়ে একটি ভিডিও স্ক্যা’ন্ডাল ছড়িয়ে পড়ে। আর এর সাথে যু’ক্ত হয় জনপ্রিয় টেলিভিশন তারকা বিন্দুর নাম। একটি অফিস কক্ষে গো’পন ক্যামেরায় ধারণকৃত এই ভিডিওতে কথিত অরুণ চৌধুরীর সাথে যে নারীটিকে দেখা গেছে সেই নারীটি মডেল বিন্দু বলে বিভিন্নভাবে অ’পপ্রচার চালানো হয়।পরে অবশ্য জানা যায়, ভিডিও-চিত্রের তরুণী অ’ভিনেত্রী বিন্দু না।