Breaking News

ফের রি’মান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সাহেদ

জ’ব্দকৃত অ’স্ত্র ও গু’লির বিষয়ে র‌্যা’­বকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন করোনার ভু’য়া রিপোর্ট দেয়া রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্ম’দ সাহেদ করিম।

১০ দিনের রি’মান্ডে র‌্যা’­বের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জ’ব্দ অ’স্ত্র ও গু’লির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন তিনি। র‌্যা’­ব-৬ এর একটি নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করে।

র‌্যা’­ব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশোনুল ফিরোজ বলেন, সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় (র‌্যা’­ব-৬ এর খুলনা কার্যালয়ে সাহেদ) সাহেদ করিমকে আনার পর থেকে অ’স্ত্র ও গু’লির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন মা’মলার ত’দন্ত কর্মক’র্তাসহ সংশ্লিষ্ট কর্মক’র্তারা। মঙ্গলবারও (২৮ জুলাই) তাকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জ’ব্দ অ’স্ত্র ও গু’লির বিষয়ে র‌্যা’­বকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাহেদ।

র‌্যা’­ব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পু’লিশ সুপার বজলুর রশিদ বলেন, সাহেদকে গ্রে’ফতারের সময় জ’ব্দ অ’স্ত্র ও গু’লির তথ্যসহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রি’মান্ড শেষে তাকে সাতক্ষীরা আ’দালতে হাজির করা হবে।

জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সোমবার সন্ধ্যায় করো’না পরীক্ষার ভু’য়া রিপোর্ট প্রস্তুতকারী রিজেন্ট হাসপাতা’লের চেয়ারম্যান সাহেদকে ঢাকা থেকে খুলনা র‌্যা’­ব-৬ এর কার্যালয়ে আনা হয়।

২৩ জুলাই মা’মলার ত’দন্ত কর্মক’র্তা মো. রেজাউল করিম সাতক্ষীরার ভা’র্চুয়াল আ’দালতে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রি’মান্ড আবেদন করেন। রোববার (২৬ জুলাই) আ’দালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমা’র রায় শুনানি শেষে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রি’মান্ড মঞ্জুর করেন।

করো’না পরীক্ষার ভু’য়া রিপোর্ট প্রস্তুতকারী রিজেন্ট হাসপাতা’লের মালিক মো. সাহেদ করিম আত্মগো’পন করেছিলেন। এরপর ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজে’লার কমলপুর গ্রামের ইছামতি খালে নৌকায় ভা’রতে পালানোর সময় র‌্যা’­বের হাতে গ্রে’ফতার হন সাহেদ। এ সময় তার কাছ থেকে অ’স্ত্র ও গু’লি উ’দ্ধার করা হয়। এ ঘটনায় তার বি’রুদ্ধে সাতক্ষীরায় অ’স্ত্র আইনে মা’মলা করে র‌্যা’­ব।

About Utsho

Check Also

সেই মা’রিয়াকে নিয়ে খেলায় মা’তলেন ডিসি

সাতক্ষীরার কলারোয়া উপজে’লার হেলতলা ইউনিয়নের খলিসা গ্রামে পরিবারের সব স্বজন হা’রানো সেই মা’রিয়া সুলতানা এখনও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *