করো’নাভাই’রাসকে সাথে সাথেই পুরোপুরি ধ্বংস কররে দিতে পারে ফুটন্ত পানি। এমনটা জানিয়েছে, রাশিয়ার একদল গবেষক। স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ভেক্টর এই গবেষণা করেছে। এ খবর দিয়েছে কলকাতা ২৪।
গবেষকরা দাবি করে, স্বাভাবিক তাপমাত্রার জল ২৪ ঘণ্টায় করো’নাভাই’রাস মে’রে ফেলতে সক্ষম ও ৭২ ঘণ্টায় তা ৯৯.৯ শতাংশ ভাই’রাস মে’রে ফেলতে পারে। অন্যদিকে ফুটন্ত পানি তৎক্ষণাৎ ভাইরাসকে মেরে ফেলতে পারে।
তবে স্টেইনলেস স্টিল, লিনোলিয়াম, গ্লাস, প্লাস্টিকের পৃষ্ঠদেশে এই ভাইরাস ৪৮ ঘণ্টা থাকতে পারে। গবেষণায় বলা হয়েছে, ইথাইল এবং আইসোপ্রোপাইল অ্যা’লকোহলের ৩০ শতাংশ মাত্র হাফ মিনিটে এক মিলিয়ন ভাইরাস মারতে পারে।a