প্রেমের টানে ঘরছাড়া! জীবনে তো এমন অনেক ঘট’নাই দেখেছেন কিন্তু এমনটা কি কখনো আপনার চোখে পড়েছে যে সবে মাত্র চতুর্থ শ্রেণীতে পা রেখেছে আর তাতেই ঘরছাড়া!
হ্যাঁ ঠিক এমনই একটি ঘ’টনার সূত্রপাত সাম্প্রতিক একটি গ্রামে।অবুঝ প্রেমের ফাঁ’দে আবেগের মু’হে পরে দুর্লভ কান্ড! মাত্র ১১ বছরের মেয়ে বিজলি বাবা রিক্সা চালক,
প্রেমের টানে ঘরছাড়া হেমায়েতপুরের আশিকের সাথে! এই বয়সে এমনআমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই ছোট্ট বয়সে এসব ভাবা যায়? পরিবার যদি ছোট ছেলে-মেয়েদের ভালো শিক্ষা দেয় তাহলে এমন কিছু হয়তো ঘ’টে না।
প্রত্যেকটি পরিবারের উদ্দেশ্যে বলতে চাই, আপনার ছেলে-মেয়েকে আদর্শ শিক্ষা দিন, ধর্ম শিক্ষা দিন। তাহলে আর এমন কিছু ঘ’টবে না কখনো।
প্রসঙ্গত, করো’নাভাই’রাসে দেশে মোট আ’ক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন। এছাড়া মৃ’ত্যুর সংখ্যা মোট ১৮৬ জন। সারাদেশে যে পরিমাণ মৃ’ত্যু ও আ’ক্রান্ত হচ্ছে তার অর্ধেকই ঢাকার।
করো’নায় আ’ক্রান্ত হয়ে মৃ’ত মোট রোগীর মধ্যে সর্বোচ্চ ১০০ জন রাজধানী ঢাকার। রাজধানীর বাইরে ঢাকা বিভাগে আরও ৫৬ জনের মৃ’ত্যু হয়েছে। অর্থাৎ ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৫৬ জনের মৃ’ত্যু হয়েছে।
যা মোট মৃ’তের প্রায় ৮৪ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।ঢাকার পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জও করো’নার ঝুঁ’কিতে রয়েছে।
এই দুই জে’লায় বহু মানুষ করো’নায় আ’ক্রান্ত হয়েছেন। মৃ’ত্যুও হয়েছে বেশ কয়েক জনের।স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা গেছে, ৮ বিভাগের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ ৮ হাজার ৩৫ জন আ’ক্রান্ত হয়েছেন।
ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ পাঁচ হাজার ৬৭৪ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জে’লায় দুই হাজার ৩৬১ জন আ’ক্রান্ত হন। অবশিষ্ট সাত বিভাগ মিলিয়ে আ’ক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮৪ জন।
দেশে করো’নাভাই’রাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মা’র্চ। তার ১০ দিন পর ১৮ মা’র্চ করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হয়ে প্রথম একজনের মৃ’ত্যু হয়।