Breaking News

প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয়কে হাতেনাতে ধরতে হঠাৎ শুটিং স্পটে টুইঙ্কেল!

অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না। বলিউডের সুখি দম্পতি হিসেবে পরিচিত। কিন্তু তাদের দাম্পত্যও টলমল করেছে। তার কারণ ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। টুইঙ্কেলকে একবার অক্ষয় নাকি বলেছিলেন,

তিনি প্রিয়াঙ্কার প্রতি দুর্বল। ক্যারিয়ারের শুরুতে প্রিয়াঙ্কা অভিনয় করেছিলেন ‘আন্দাজ’ ছবিতে। সুপারহিট এই ছবিতে অক্ষয়-প্রিয়াঙ্কা জুটি দর্শকদের খুব পছন্দ হয়েছিল। পরপর বেশ কয়েকটি ছবিতে দু’জনে কাজ করেন।

২০০১ সালে টুইঙ্কেলকে বিয়ের পরও বলিউডে অক্ষয়ের ‘প্লে বয়’ ভাবমূর্তি বজায় ছিল। টুইঙ্কেল অবশ্য নিজের ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন। বিয়ের পর অন্য নায়িকার সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়ে গেলে টুইঙ্কেল ক্ষুব্ধ হতেন স্বাভাবিকভাবেই।

বিয়ের পরও অক্ষয়ের প্রথম লক্ষ্য ছিল ক্যারিয়ার। কিন্তু প্রিয়াঙ্কার সৌন্দর্য ও ব্যক্তিত্বের আকর্ষণ উপেক্ষা করতে পারেননি তিনি। প্রথম দিকে তাদের সম্পর্কের গুঞ্জনকে গুরুত্ব দিতেন না টুইঙ্কেল। উড়িয়ে দিতেন গুজব বলে।

কিন্তু ক্রমে টুইঙ্কেলের সন্দেহ দৃঢ় হতে থাকে। ‘ওয়াক্ত’ ছবির শুটিংয়ে টুইঙ্কেল নিজেই গিয়ে হাজির হন। সে সময় ইউনিটের লোকজনের সঙ্গে কথা বলে তিনি আন্দাজ করতে পারেন প্রিয়াঙ্কার সঙ্গে তার স্বামীর সম্পর্ক ‘নিছক বন্ধুত্বের’ সীমানা পেরিয়ে গিয়েছে।

গুঞ্জন, এরপর স্বামীর সঙ্গে কথা না বলে প্রিয়াঙ্কাকেই ফোন করেন টুইঙ্কেল এবং ফোনে দুই নায়িকার মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটি হয়। এখানেই শেষ হয়নি, ঘটনায় গড়ায় আরও বহু দূর। আরও একবার শুটিংস্পটে হাজির হন টুইঙ্কেল। উদ্দেশ্য ছিল, প্রিয়াঙ্কার সঙ্গে মুখোমুখি কথা বলা।

কিন্তু সেদিন প্রিয়াঙ্কা ছিলেন না শুটিংয়ে। পরিবর্তে স্বামীর মুখোমুখি হন টুইঙ্কেল। গোয়ার ওই হোটেলের কর্মীদের দাবি, প্রকাশ্যেই চরমে ওঠে দু’জনের বাদানুবাদ। তাদের কথা কাটাকাটিতে বারবার উঠে এসেছিল ‘প্রিয়াঙ্কা’র নাম।

প্রিয়াঙ্কা-অক্ষয়
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঝগড়ার মধ্যে মেজাজ হারিয়ে স্থান-কাল-পাত্র ভুলে অক্ষয় নাকি বলে ওঠেন, হ্যাঁ, প্রিয়াঙ্কার সঙ্গে তার প্রেম আছে। এর মাসুল দিতে হয়েছিল অক্ষয়কে। তাকে এবং দু’বছরের ছেলে আরভকে গোয়ায় রেখে টুইঙ্কেল মুম্বাই ফিরে গিয়েছিলেন।

যদিও পরে টুইঙ্কেল এই প্রসঙ্গে বলেছিলেন, তিনি দুবাই গিয়েছিলেন। ছেলে আরভ ছিল গোয়ায়, তার বাবার সঙ্গে। দাম্পত্য বিবাদের কথা স্বীকার করেননি তিনি। এই ঘটনার কথা অস্বীকার করেছিলেন অক্ষয়ও।

সে সময় বলিউডে পর পর বিচ্ছেদ হচ্ছিল তারকা-দম্পতির। রীনার সঙ্গে আমিরের বিয়ে ভেঙে গিয়েছিল। আলাদা হয়ে গিয়েছিলেন সাইফ এবং অমৃতা। মুখ থুবড়ে পড়েছিল সালমান ঐশ্বরিয়ার প্রেমও। এ রকম একটা সময়ে ভেসে ওঠে অক্ষয়-টুইঙ্কেলের বিচ্ছেদের আশঙ্কাও।

এর পর অক্ষয় জানিয়ে দেন, তিনি আর প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করবেন না । তিনি চেয়েছিলেন তার দাম্পত্যকে বাঁচাতে। তার এই কথায় একই সঙ্গে আহত ও বিস্মিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। তিনিও বলে দেন, অক্ষয়ের সঙ্গে এরপর আর কাজ করবেন না।

‘ওয়াক্ত’ ছবির পর এই জুটিকে আর পর্দায় দেখা যায়নি। ‘নামাস্তে লন্ডন’ ছবিতে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কার। কিন্তু শেষ অবধি তার জায়গায় অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। তবে অক্ষয়ের সঙ্গে সম্পর্কের কথা কোনওদিন স্বীকার করেননি প্রিয়াঙ্কা।

About Utsho

Check Also

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শা’রীরিক অ’বস্থার উ’ন্নতি

করোনায় আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *