Breaking News

প্রতি ওয়াক্ত আজানের ধ্বনি শুনে যে ফুল ফোটে!

মধ্যপ্রাচ্যের দেশ আজারবাইজানের এক মু’সলিম গ্রামে মোহাম্ম’দ রহিমের বাগানে সন্ধান পাওয়া যায় অদ্ভুত এক ফুল।

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজানের সময় এই ফুল ফোটে, আবার আজানের শেষ হলে চুপসে যায়। আজানের ধ্বনি যেন ফুলগুলোকে ইবাদতের জন্য জাগ্রত করছে। প্রতিটি সমুধুর ধ্বনিতে পাপড়িগুলোও ক্রমান্বয়ে প্রস্ফুটিত হয়ে উঠে।

ফজর, যোহর, আসর, মাগরিব এবং এশা প্রত্যেক ওয়াক্তে আজানের সঙ্গে সঙ্গে ফোটে এই অদ্ভুত ফুল। সেকারণেই ফুলটির নাম দেয়া হয়েছে ‘আজান ফুল’।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের সুরেলা কন্ঠে যখন আজানের বাণীগুলো উচ্চারিত হয়, তখন এর সঙ্গে ছন্দ মিলিয়ে ফোটে উঠে এই ফুল।

অন্য গানের সুর বা কখনো আজানের মতো করে অন্য কোনো সুর দিয়েও গবেষকরা পরীক্ষা করে দেখেছেন কিন্তু এ ফুল ফোটাতে পারেনি। এই ফুল ফোটার ঘটনাটি আল্লাহর অ’পার মহিমা।

এই ফুলকে অনেকেই ‘ইভিনিং প্রাইম’রোজ’ বা ‘সানকাপস’ বা ‘সানড্রপস’ নামে চেনেন। এটি হারবেকয়াস উদ্ভিদ প্রজাতির বলে জানান বিজ্ঞানীরা। ১৪৫ প্রজাতির মধ্যে এটি একটি হলদে রঙের ফুল। ধারণা করা হয় এ ফুলের উৎস আ’মেরিকাতে।
সূত্র: ইস’লামি বার্তা।

About Utsho

Check Also

খৃষ্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সাবেক বিশ্ব সুন্দরী মার্কেটা

চেক প্রজাতন্ত্রের সাবেক বিশ্ব সুন্দরী মার্কেটা কোরিনকোভা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খৃষ্ট ধর্ম ত্যাগ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *